সপ্তাহের প্রথম দিনেই আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তিতে উত্তাল হয়ে উঠল ধর্মতলা চত্বর। নিয়োগের দাবি নিয়ে সোমবার বেলার দিকে ধর্মতলার ওয়াই চ্যানেলে জমা হয়েছিলেন চাকরিপ্রার্থীরা। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। দফায় দফায় পুলিশের সাথে চাকরিপ্রার্থীদের বিক্ষোভের জেরে বেশ কয়েকজন প্রার্থীকে চ্যাংদোলা করে তোলা হয় পুলিশ ভ্যানে।
চাকরিপ্রার্থীদের অভিযোগ, আট বছর আগে আপার প্রাইমারি পরীক্ষা হয়েছে। ইন্টারভিউ প্রক্রিয়াও মিটেছে প্রায় অনেকদিন। অথচ এখনও পর্যন্ত মেধাতালিকা এবং প্যানেল তৈরী হয়নি। এই অভিযোগে সোমবার ধর্মতলার ওয়াই চ্যানেলে একটি বিক্ষোভ কর্মসূচীর ডাক দেয় চাকরিপ্রার্থীরা।
শেষ পাওয়া খবর অনুযায়ী, বিক্ষোভস্থলে পুলিশের সাথে দফায় দফায় অশান্তির জেরে বহু চাকরিপ্রার্থীকে আটক করা হয়েছে। পুলিশের গাড়িতে সবার জায়গা না হওয়ায় আটক প্রার্থীদের একটি বেসরকারি মিনিবাসে তোলা হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশের তরফে ওয়াই চ্যানেল চত্বর খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেইমত তাঁরা ঘটনাস্থল ছেড়ে চলে যেতে শুরু করেন। এমন সময় চাকরিপ্রার্থীদের টেনে-হিঁচড়ে গাড়িতে তোলার চেষ্টা করে পুলিশ। এরপরই পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় তাঁদের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন