আর জি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। রাস্তায় নেমে প্রতিবাদ করছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলি। শাসক দলের বিরুদ্ধে একাধিক বিষয়ে স্বচ্ছতার অভিযোগ তোলা হচ্ছে। আর এই আবহেই সমাজ মাধ্যমে এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়কে রাজ্য প্রশাসনে নিয়ে আসার দাবি জানালেন ডায়মন্ড হারবারের তৃণমূল নেতারা। এই পোষ্টার নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি।
ভাইরাল সেই পোষ্টারে লেখা হয়েছে, “আসুক দাদা, ফিরুক স্বচ্ছতা, সুষ্ঠ প্রশাসন, করবে সুশাসন, বেহাল দশা, দেখাবে দিশা।“ যদিও সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেনি। কিন্তু তাঁদের প্রতিক্রিয়ায় স্পষ্ট, এখানে 'দাদা' মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যদি এই প্রশাসনে অন্তর্ভুক্ত হন, তাহলে ডায়মণ্ড হারবারকে যেভাবে মডেল করেছেন, রাজ্যের ক্ষেত্রে যে অস্থির অবস্থা তৈরি হয়েছে, সেটা কাটবে।
আর জি কর কাণ্ড নিয়ে প্রথমে কিছু বলতে শোনা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠানের ভাষণে তিনি আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারির দাবি তোলেন। অন্যদিকে, তৃণমূলের একটা অংশের দাবি, বর্তমান রাজ্য প্রশাসনের বেশ কিছু সিদ্ধান্ত অভিষেক পছন্দ করছেন না। এই বির্তকের মধ্যে অভিষেকের নির্বাচনী এলাকা ডায়মন্ড হারবারের তৃণমূল নেতাদের অভিষেককে প্রশাসনে নিয়ে আসার দাবি কার্যত রাজ্য সরকারকে একপ্রকার আক্রমণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এবিষয়ে ডায়মণ্ড হারবারের এক তৃণমূল নেতা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, "বর্তমানে রাজ্যের যে অস্থির অবস্থা, সেই পরিস্থিতিতে অভিষেক বন্দোপাধ্যায় প্রশাসনের হাল ধরলে পরিস্থিতি পরিবর্তন হবে। তিনি শক্ত হাতে হাল ধরলেই রাজ্য প্রশাসনের প্রতি সাধারণ মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছে তা প্রশমিত হবে। সেই সঙ্গে স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হবে সরকার।"
উল্লেখ্য, এর আগেও একাধিক বার রাজ্য প্রশাসনে অভিষেককে নিয়ে আসার দাবি জানিয়েছিলেন একাধিক তৃণমূল নেতা। কিন্তু তারপরেও প্রশাসনে দেখা যায়নি অভিষেক বন্দোপাধ্যায়কে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন