বিচারপতি গাঙ্গুলির প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সকলের চাকরি বহাল থাকবে।
সম্প্রতি, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নির্দেশ দিয়েছিলেন প্রাথমিকে অপ্রশিক্ষিত ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল করতে হবে। তবে আগামী চার মাস পর্যন্ত এঁরা স্কুল যেতে পারবেন। বেতন পাবেন পার্শ্বশিক্ষকের মতো। বিচারপতি গাঙ্গুলির এই নির্দেশের ওপরই অন্তবর্তী স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।
তবে বিচারপতি গাঙ্গুলির নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ বহাল থাকলো ডিভিশন বেঞ্চে।
পাশাপাশি ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, ওই ৩২ হাজার শিক্ষকের বেতন আগের মতোই দেওয়া হবে। অর্থাৎ পার্শ্বশিক্ষকের মতো বেতন দেওয়া হবে বলে বিচারপতি গাঙ্গুলি যে নির্দেশ দিয়েছিলেন তা খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পূর্বের বেতন প্রক্রিয়া চালু থাকবে বলে জানিয়েছে আদালত।
মামলাকারী শিক্ষকদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সকল শিক্ষকের চাকরি থাকবে। পরবর্তী শুনানিতে সমস্ত পক্ষের সওয়াল জবাব শুনবে ডিভিশেন বেঞ্চ। সেটা ২৩ সেপ্টেম্বর হতে পারে বা পিছিয়েও যেতে পারে। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মামলাকারী শিক্ষকদের বক্তব্যও শোনা উচিত আদালতের।
ডিভিশন বেঞ্চের নির্দেশের পর ৩২ হাজার শিক্ষকদের একাংশ সংবাদমাধ্যমের সামনে বলেন, আমরা সমস্ত নিয়ম মেনেই পরীক্ষা দিয়েছিলাম। ইন্টারভিউও হয়েছিল। আমরা সম্পূর্ণ নির্দোষ। আমাদের যোগ্যতা দিয়েই চাকরি পেয়েছি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন