RG Kar Hospital Case: 'মমতার পুরনো কৌশল...' - সুখেন্দু শেখরের ঘোষণা নিয়ে প্রতিবাদীদের বার্তা BJP-র

People's Reporter: অমিত মালব্য লেখেন, "অপর্ণা সেনের পর সুখেন্দু। মমতা ব্যানার্জির পুরনো কৌশল। প্রতিবাদীদের সমর্থন করে প্রতিবাদের দখল নেওয়া"।
RG Kar Hospital Case: 'মমতার পুরনো কৌশল...' - সুখেন্দু শেখরের ঘোষণা নিয়ে প্রতিবাদীদের বার্তা BJP-র
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

আরজি কর কাণ্ডের প্রতিবাদে মেয়েদের রাত দখলের কর্মসূচিতে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন তৃণমূল সাংসদ তথা দলের মুখপত্রের সম্পাদক সুখেন্দু শেখর রায়। যা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তাঁর দাবি, তৃণমূল নেতাদের কর্মসূচিতে পাঠিয়ে আন্দোলনের দখল নিতে চাইছে তৃণমূল।

সুখেন্দুশেখর রায়ের সিদ্ধান্ত নিয়ে তৃণমূলের মধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ প্রকাশ্যে মেয়েদের এই কর্মসূচির বিরোধিতা করেছেন। তাই সুখেন্দুশেখরের সিদ্ধান্তে রাজনৈতিক কৌশল দেখছে বিজেপি। এক্স মাধ্যমে অমিত মালব্য লেখেন, "অপর্ণা সেনের পর সুখেন্দু। মমতা ব্যানার্জির পুরনো কৌশল। প্রতিবাদীদের সমর্থন করে প্রতিবাদের দখল নেওয়া। যাঁরা আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ করে খুনের ঘটনার বিচার চাইছেন তাঁরা কোনও তৃণমূল নেতাকে কাছে ঘেঁষতে দেবেন না। তাঁরা সাপ"।

প্রসঙ্গত, গতকাল গভীর রাতে নিজের এক্স হ্যান্ডেলে সুখেন্দু শেখর জানিয়েছিলেন, "আমি প্রতিবাদে যোগ দেব। এর বিশেষ কারণ, লক্ষ লক্ষ বাঙালি পরিবারের মতো আমার পরিবারেও একটি মেয়ে আছে, একটি ছোট নাতনি রয়েছে। আমাদের অবশ্যই এই বিষয়ে সরব হতে হবে। অনেক হয়েছে নারীদের প্রতি নিষ্ঠুরতা। আসুন একসাথে প্রতিরোধ করি। যাই হোক না কেন আসুন।"

আরজি কর কাণ্ডের প্রতিবাদে ১৪ আগস্ট রাতে রাস্তায় নামার কর্মসূচী নিয়েছেন মহিলারা। কলকাতার বিভিন্ন জায়গা ছাড়াও শহরতলিতেও এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আমজনতার পাশাপাশি একাধিক বিশিষ্ট ব্যক্তিরাও এই উদ্যোগে সামিল হবেন বলে জানিয়েছেন।

অন্যদিকে এই আন্দোলনকে হাতিয়ার করতে পারে শাসকদল তৃণমূল বলে আশঙ্কা প্রকাশ করছেন নেটিজেনদের একাংশ। অনেকেই সোশ্যাল মিডিয়ায় আশঙ্কা প্রকাশ করে বলছেন, তৃণমূলের কর্মী সমর্থকরা মিছিলের মধ্যে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। সকলে যেন সতর্ক থাকেন।

RG Kar Hospital Case: 'মমতার পুরনো কৌশল...' - সুখেন্দু শেখরের ঘোষণা নিয়ে প্রতিবাদীদের বার্তা BJP-র
মেয়েদের রাত দখলের কর্মসূচীতে যাবার ঘোষণা তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের, দলের অন্দরে শোরগোল
RG Kar Hospital Case: 'মমতার পুরনো কৌশল...' - সুখেন্দু শেখরের ঘোষণা নিয়ে প্রতিবাদীদের বার্তা BJP-র
RG Kar Hospital Case: 'উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছেলের নামে মিথ্যাচার' – দলের দিকেই আঙুল সৌমেন মহাপাত্রর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in