ইনসাফ কনসার্ট - গানে, কবিতায়, বক্তৃতায় ব্রিগেড সমাবেশের প্রচার

People's Reporter: DYFI জেলা সম্পাদক পৌলবী বলেন, কাজের অভাবে বাংলার যৌবন চলে যাচ্ছে ভিন রাজ্যে। সেখানেও কাজের নিশ্চয়তা নেই। এসবের বিরুদ্ধে ইনসাফ চাইতে ৭ জানুয়ারি যুবদের ব্রিগেড।“
ইনসাফ কনসার্ট
ইনসাফ কনসার্ট নিজস্ব চিত্র
Published on

সবার জন্য শিক্ষা, সবার জন্য দুবেলা খাবার, সবার হাতে কাজের দাবিতে আগামী ৭ জানুয়ারি কলকাতার ব্রিগেডে বিশাল সমাবেশের আয়োজন করছে সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। সমাবেশের প্রচার উপলক্ষ্যে শনিবার কলকাতার রাণুচ্ছায়া মঞ্চে ডিওয়াইএফআই কলকাতা জেলা কমিটির উদ্যোগে একটি ‘ইনসাফ কনসার্ট’ আয়োজিত করা হয়।

কনসার্টে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই'র রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি, কলকাতা জেলা সভাপতি বিকাশ ঝা, জেলা সম্পাদক পৌলবী মজুমদার, রাজ্য কমিটির সদস্য ওয়াজের হোসেন, সোহম মুখার্জি এবং আরও অনেকে। উপস্থিত ছিলেন বিশিষ্ট গায়ক সৌমিক দাস, নাট্যকর্মী জয়রাজ ভট্টাচার্য।

ইনসাফ কনসার্টের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে বিকাশ ঝা বলেন, "আজ যখন এখানে সভা চলছে, তখন কলকাতার রেশ কিছু রাজপথ আলোকসজ্জায় ভাসছে। অন্যদিকে, রাজ্যের ভাবী শিক্ষকরা গান্ধীমূর্তির সামনে হাজার দিনের বেশি নিজেদের হকের চাকরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। রাজ্যের ৮২৫০টি বিদ্যালয় রাজ্য সরকার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা কর্পোরেশনের ২৬৮টি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলছে।“

“ওদিকে প্রধানমন্ত্রী বলেছিলেন ‘সবকা সাথ, সবকা বিকাশ’। কিন্তু বিকাশ হচ্ছে শুধু আদানি এবং আম্বানিদের। আগামী ৭ জানুয়ারি ব্রিগেডে কেন্দ্র ও রাজ্য দুই সরকারের কাছ থেকে এইসব কিছুর জবাব চাওয়া হবে”, বলেন ঝা।

পৌলবী মজুমদার বলেন, “কাজের অভাবে বাংলার যৌবন চলে যাচ্ছে ভিন রাজ্যে। সেখানেও কাজের নিশ্চয়তা নেই। বেসরকারি কোম্পানিতে যারা কাজ করছেন তারা জানেন না, কাল তাঁদের কাজ থাকবে কি না। এসবের বিরুদ্ধে ইনসাফ চাইতে ৭ জানুয়ারি যুবদের ব্রিগেড।“

পিপলস রিপোর্টারকে পৌলবী জানিয়েছেন, “কোচবিহার থেকে ৫০ দিন ধরে হেঁটে কলকাতায় প্রবেশ করেছি আমরা। এই ইনসাফ যাত্রা যখন শুরু হয়েছিল তখন সেটা শুধুই ডিওয়াইএফআই এবং অন্যান্য কয়েকটি বামপন্থী সংগঠনের কর্মসূচি ছিল। এরপর ধীরে ধীরে তা সাধারণ মানুষের কর্মসূচিতে পরিণত হয়েছে। হাজার মানুষের জমায়েত দিয়ে শুরু হওয়া কর্মসূচিতে লাখের বেশি মানুষ পা মিলিয়েছেন।

“সাধারণ মানুষের অভাব অভিযোগ যত বাড়ছে, মানুষের মধ্যে তত বিভাজন ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মানুষকে জাতি, ধর্ম, বর্ণ সব কিছু দিয়ে ভাগ করে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে বলতে চাই ভাগের রাজনীতিতে পা না দিয়ে জোট বাঁধুন, নিজের অধিকার বুঝে নিন“, বলেন তিনি।

ডিওয়াইএফআই নেতা সোহম মুখার্জি পিপলস রিপোর্টারের প্রতিনিধিকে বলেন, “রাজ্য সরকার খেলা-মেলা দিয়ে দুর্নীতি, মানুষের খিদে, বেকারদের হতাশা ভুলিয়ে রাখতে চাইছে। আমরা তা হতে দেব না। এই ব্রিগেডে কাজের কথা বলা হবে, মানুষের খিদের কথা বলা হবে।“

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in