RG Kar Case: অবস্থান মঞ্চ থেকে উধাও 'তিলোত্তমা'র প্রতীকী মূর্তি! থানায় অভিযোগ বামেদের

People's Reporter: বামেদের পক্ষ থেকে বলা হয়, আসলে আরজি করের বিচারের দাবিতে যেসমস্ত আন্দোলন হচ্ছে তাতে ভয় পেয়েছে শাসক দল। তাই এই মূর্তিটিও চুরি করে নিয়ে গেছে।
এই মূর্তিটি চুরির অভিযোগ উঠেছে
এই মূর্তিটি চুরির অভিযোগ উঠেছেছবি - DYFI West Bengal-র ফেসবুক পেজ
Published on

আরজি কর আন্দোলনের প্রেক্ষিতে তৈরি 'তিলোত্তমা'র প্রতীকী মূর্তি চুরি হয়ে গেল শ্যামবাজারের অবস্থান মঞ্চ থেকে। বাম ছাত্র-যুব ও মহিলা সংগঠন যেখানে অবস্থান চালিয়েছিল সেখান থেকে মূর্তি চুরির অভিযোগ উঠছে। শাসক দল তৃণমূল এর সাথে জড়িত আছে বলে বামেদের অভিযোগ।

প্রায় ৩ মাস হতে চললো এখনও আরজি কর কাণ্ডে তদন্ত চলছে। তিলোত্তমার বিচার চেয়ে প্রথম থেকেই পথে রয়েছে বামেরা। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে দীর্ঘদিন অবস্থান চালাচ্ছিল বামেদের ছাত্র-যুব ও মহিলা সংগঠন। অবস্থান মঞ্চের কাছে তিলোত্তমার একটি প্রতীকী মূর্তি তৈরি করে রেখেছিলেন তাঁরা। অবস্থান উঠে গেলেও দীর্ঘদিন ওইখানেই ছিল মূর্তিটি। কিন্ত শনিবার থেকে মূর্তিটি দেখতে পাওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে যান বাম নেতৃত্ব। মূর্তিটি কে বা কারা সরিয়েছে তা নিয়ে পার্শ্ববর্তী দোকান ব্যবসায়ীদের সাথেও কথা বলেন তাঁরা। দোষীদের চিহ্নিত করার জন্য শ্যামপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্র-যুব নেতৃত্ব।

বামেদের পক্ষ থেকে বলা হয়, আসলে আরজি করের বিচারের দাবিতে যেসমস্ত আন্দোলন হচ্ছে তাতে ভয় পেয়েছে শাসক দল। তাই যেকোনও উপায়ে সেগুলো দমিয়ে দিতে চাইছে। আন্দোলনকে শেষ করতে চাইছে তারা। তাই এই মূর্তিটিও চুরি করে নিয়ে গেছে। শুক্রবার পর্যন্ত মূর্তিটি ছিল এখানে। শনিবার থেকে আর দেখা যাচ্ছে না।

এই মূর্তিটি চুরির অভিযোগ উঠেছে
Amit Shah: আবেদন সত্ত্বেও আরজি করের নির্যাতিতার পরিবারের সাথে দেখা করলেন না অমিত শাহ! তোপ সুজনের
এই মূর্তিটি চুরির অভিযোগ উঠেছে
Tanmoy Bhattacharya: "আমরা এগুলো ক্ষমার চোখে দেখি না" - তন্ময়কে সাসপেন্ড করে জানালেন মহম্মদ সেলিম

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in