শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ 'মিডলম্যান' প্রসন্ন কুমার রায়ের ১৬৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। যার মধ্যে রয়েছে একাধিক হোটেল ও রিসর্ট।
নিয়োগ দুর্নীতিতে সিবিআই গ্রেফতারির পর সুপ্রিম কোর্টে জামিন পান প্রসন্নকুমার রায়। এর কয়েকদিন পর তাঁকে গ্রেফতার করে ইডি। শনিবার ইডির তরফ থেকে জানানো হয়, প্রসন্ন কুমার রায়, তাঁর স্ত্রী কাজল সোনি রায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। শ্রী দুর্গা ডিলকম প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানির অংশও রয়েছে বাজেয়াপ্ত করা সম্পত্তির মধ্যে। এই সংস্থাটি নাকি প্রসন্ন রায়েরই। মোট ১৬৩ কোটি ২০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এই নিয়ে এখনও পর্যন্ত প্রায় ৫৪৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
এছাড়া নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে প্রসন্নের স্ত্রী এবং তাঁর ঘনিষ্ঠদের ২৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পায় ইডি। ওই অ্যাকাউন্টগুলি থেকে ৭০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে বলেও ইডির দাবি। নিয়োগ দুর্নীতির টাকাই এই অ্যাকাউন্টগুলি থেকে লেনদেন করা হয়েছে বলে ইডির অনুমান।
প্রসঙ্গত, ২০২২ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া রাজ্যের তৎকালীন শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও এসএসসির তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার ঘনিষ্ঠ বলে নাম উঠে এসেছিল প্রসন্ন রায় ও প্রদীপ সিংহের। সেই সময় সিবিআই তল্লাশি চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করেছিল। তবে পরবর্তীতে সুপ্রিম কোর্টে চার্জশিট জমা করতে না পারায় আদালত থেকে জামিনে মুক্তি দেওয়া হয় ওই দুজনকে। গত ১৯ ফেব্রুয়ারী রাতে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্ন রায়কে ফের গ্রেফতার করে ইডি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন