সারদাকান্ডে শিল্পী শুভাপ্রসন্নকে ফের তলব করলো ইডি। সূত্র অনুসারে আগামী ১৫ মার্চ তাঁকে ইডি দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে চলতি মাসেই দু'বার সারদা কান্ডে কুণাল ঘোষকে জেরা করেছে ইডি। জানা গেছে শুভাপ্রসন্নের পাশাপাশি ডাক পাঠানো হয়েছে সমীর চক্রবর্তীকেও।
যদিও এবারই প্রথম নয়। এর আগেও সারদা কান্ডে জেরার মুখোমুখি হয়েছেন শুভাপ্রসন্ন। গত ২০১৯ লোকসভা নির্বাচনের পরে দু'দফায় তিনি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন। গত ২০১৯ সালের জুলাই মাসে এই ঘটনায় শুভাপ্রসন্নকে তলব করেছিলো সিবিআই। সেবার জিজ্ঞাসাবাদে উঠে এসেছিলো ছবির প্রদর্শনী এবং আর্থিক লেনদেনের বিষয়।
এর আগে নির্বাচনের মুখে কুণাল ঘোষকে জেরা করার প্রশ্নে তৃণমূলের পক্ষ থেকে বিষয়টিকে রাজনৈতিক অভিসন্ধিমূলক বলে জানানো হয়েছিলো। যদিও শুভাপ্রসন্নকে তলবের বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, গত ৮ মার্চ জেরার শেষে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন তিনি সারদার থেকে প্রাপ্ত সমস্ত টাকা ফেরত দিয়ে দেবেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন