লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার সমস্ত কর্তাদের সম্পত্তির খতিয়ান তলব করলো কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। ফলে অভিষেক ব্যানার্জি, 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র সহ একাধিক ব্যক্তির সম্পত্তির নথি জমা দিতে হবে ইডিকে।
প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তেই উঠে এসেছে লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির নাম। যে সংস্থার সিইও তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি। বুধবারই ইডি দফতর থেকে বেরিয়ে সাংবাদিক সম্মেলনে নিজেই সেই কথা জানান অভিষেক। এরপর বৃহস্পতিবার বিচারপতি সিনহা ইডি আধিকারিকদের নির্দেশ দেন আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে অভিষেক ব্যানার্জি সহ ওই সংস্থার সকল ডিরেক্টরের সম্পত্তির হিসেব আদালতে জমা করতে হবে। আদালত সম্পত্তির পরিমাণ খতিয়ে দেখবে।
পাশাপাশি বিচারপতি সিনহা এও নির্দেশ দেন, লিপস অ্যান্ড বাউন্ডসের রেজিস্ট্রেশনের তারিখও আদালতকে জানাতে হবে। এছাড়া যে সকল অভিনেতা অভিনেত্রীর নাম নিয়োগ দুর্নীতির সাথে জড়িয়েছে তাঁদের সকলের সম্পত্তির নথিও ইডিকে আদালতে পেশ করতে হবে।
ইডি সূত্রে খবর, আদালতের নির্দেশের পরই অভিষেক ব্যানার্জির কাছে সম্পত্তির হিসেব চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিষেক ব্যানার্জি এবং তাঁর পরিবারের সদস্যদের নামে কোথায় ঠিক কত পরিমাণ সম্পত্তি আছে তা জমা করতে হবে ইডি দপ্তরে।
প্রসঙ্গত, গতকাল নিতগ দুর্নীতিতে ম্যারাথন জেরা করা হয় অভিষেক ব্যানার্জিকে। ইডির আধিকারিকরা অভিষেককে লিপস অ্যান্ড বাউন্ডস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছিলেন। তিনি আধিকারিকদের জানিয়েছেন ওই সংস্থার সিইও তিনিই। গতকালের বয়ানের সাথে তদন্তে উদ্ধার হওয়া নথি মিলিয়ে দেখছে কেন্দ্রীয় সংস্থাটি। এর আগে ইডি দাবি করেছিল ওই সংস্থার সাথে নিয়োগ দুর্নীতির সম্পর্ক থাকলেও থাকতে পারে। অভিষেক ব্যানার্জির পরিবারের একাধিক সদস্য লিপস অ্যান্ড বাউন্ডসের সাথে যুক্ত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন