আর জি কর কাণ্ডের প্রতিবাদে সরকারি পুরস্কার ফেরাচ্ছেন রাজ্যের বিভিন্ন স্তরের বিশিষ্টজনরা। নাট্যকার থেকে শিক্ষক, ক্রীড়াবিদ – ক্রমশ তালিকা লম্বা হচ্ছে। এই আবহে পুরস্কার প্রত্যাহার নিয়ে বিশিষ্টদের কটাক্ষ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, "কেন্দ্রীয় স্তরে যদি এমন কোনও ঘটনা ঘটে, তাঁদের কাছে কেন্দ্রীয় সরকারের পুরস্কার থাকলে, ফেরত দেবেন তো?”
ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হওয়ার পাশাপাশি একজন নাট্যব্যক্তিত্ব। নাট্যকার চন্দন সেনের নাম না নিয়ে এদিন সংবাদ মাধ্যমে ব্রাত্য বসু জানান, "প্রত্যাখ্যান তো করতেই পারেন। থিয়েটারের যিনি করেছেন, স্বাগত জানাচ্ছি তাঁর সিদ্ধান্তকে। আমাদের নাট্য অ্যাকাডেমির পক্ষ থেকে এটুকু বলতে পারি যে, তিনি বামপ্রার্থী হওয়া সত্ত্বেও তৃণমূল সরকার তাঁর ক্ষেত্রে বাছবিচার করেনি। রাজনৈতিক পরিচয়ের নিরিখে তাঁর শৈল্পিক কৃতিত্ব বিচার করেনি। তিনি নিশ্চয়ই ছাড়তে পারেন, গণতান্ত্রিক অধিকার আছে তাঁর। আমরা তাঁর ক্ষেত্রে রাজনৈতিক বিচার করিনি।" উল্লেখ্য, আর জি কর ঘটনার প্রতিবাদে পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নেন নাট্যকর্মী চন্দন সেন। নাটকের সর্বোচ্চ পুরস্কার ‘দীনবন্ধু মিত্র পুরস্কার’ প্রত্যাখান করেন তিনি।
পুরস্কার ফেরানোর বিষয়টি একেবারেই ব্যক্তিগত বলে এই বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ রাজ্যের শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন, "সবারই অধিকার আছে। তাঁদের উদ্দেশ্যে কোনও তির্যক, নিন্দাসূচক মন্তব্য করব না। শুধু বলব, তাঁরা তাঁদের কাজ করেছেন। আশা রাখব, কেন্দ্রীয় স্তরে যদি এমন ন্যক্কারজনক ঘটনা ঘটে এবং তাঁদের কাছে যদি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওয়া পুরস্কার থাকেন, সেগুলিও ফেরত দেবেন তাঁরা।"
উল্লেখ্য, আর জি কর ঘটনার প্রতিবাদে প্রথম রাজ্য সরকার প্রদত্ত পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত জানিয়েছিলেন আলিপুরদুয়ারের অবসরপ্রাপ্ত শিক্ষক পরিমল দে। এরপর একের পর এক পুরস্কার প্রত্যাখানের খবর প্রকাশ্যে এসেছে। নাট্য অ্যাকাডেমির দেওয়া সেরা নির্দেশকের পুরস্কার প্রত্যাখ্যান করেছেন নির্দেশক বিপ্লব বন্দ্যোপাধ্যায়। নাট্যকর্মী সঞ্জিতা মুখোপাধ্যায়ও সমাজমাধ্যমে ঘোষণা করেন, নাট্য অ্যাকাডেমির পুরস্কার তিনি প্রত্যাখ্যান করলেন। বিনোদন জগতে অসামান্য অবদানের জন্য রাজ্য সরকারের তরফ থেকে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে দেওয় বিশেষ পুরস্কার ফিরিয়েছেন তিনি। ২০২১ সালে পাওয়া ‘পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি পুরস্কার’ ফিরিয়ে দিয়েছেন অভিনেতা সুপ্রিয় দত্ত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন