তৃণমূলে যোগ দিলেন জয়প্রকাশ মজুমদার। নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে এদিন এসেছিলেন বহিষ্কৃত বিজেপি নেতা। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি। মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই উপস্থিত ছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর।
তৃণমূলে যোগ দিয়েই দলের সহ-সভাপতির পদ পেলেন জয়প্রকাশ মজুমদার। এদিন তাঁর সাথে তাঁর ছেলেও উপস্থিত ছিলেন বৈঠকে।
২০১৪ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন জয়প্রকাশ মজুমদার। তারপর একাধিক ইস্যুতে তৃণমূল ও কংগ্রেসকে লাগাতার আক্রমণ করে গেছেন তিনি। সম্প্রতি বিজেপির রাজ্য কমিটি থেকে বাদ দেওয়া হয়েছিল তাঁকে। এরপর প্রকাশ্যে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে বারবার সরব হন তিনি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে বিজেপি থেকে তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়। এরপর ক্ষোভ আরও বাড়ে তাঁর।
(বিস্তারিত আসছে)
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন