আই লাভ কেওড়াতলা মহাশ্মশান। কেওড়াতলা মহাশ্মশানের ছবি সহ এই লেখাটি সোমবার সকাল থেকেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ঘুরছিল। মুহূর্তে এই ছবি ভাইরাল হয়ে যায় এবং অনেকেই এই ছবি শেয়ার করতে শুরু করেন। যে ছবিকে কেন্দ্র করে হাসির রোল উঠেছিল সোশ্যাল মিডিয়ায় দেওয়াল জুড়ে।
যদিও ছবিটির সত্যতা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় জানান এটি ফোটোশপ করা ছবি। যদিও তাতে ছবির ভাইরাল হওয়া আটকায়নি।
সোমবার বিকেলে এই ভাইরাল ছবি নিয়েই নবান্নের সামনের রাস্তায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, আমি আজ একটা ফেক নিউজ পেয়েছি...। ফেক নিউজ দেখানোর বিরুদ্ধে আইন আছে। আইন আইনের মত কাজ করবে। এরকম কোনো ঘটনা ঘটেনি। কেউ এরকম বলে নাকি? শ্মশান আবার কেউ ভালবাসে নাকি?। সবটাই মিথ্যা।
তিনি আরও জানান, এটা হেট স্পীচ। হেট স্পীচ কোনোভাবেই মেনে নেব না। তোমরা আমাকে কিছু বলো। আমি মেনে নেব। কিন্তু কোনোভাবেই হেট স্পীচ মেনে নেব না।
সাংবাদিক সম্মেলন থেকেই তিনি কে বা কারা এই ছবি ব্যবহার করে নেটের মাধ্যমে এই ধরনের ঘটনা ঘটিয়েছে ও সর্বত্র ছড়িয়েছে তা জানতে নির্দেশ দেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন