পঞ্চায়েত নির্বাচনের আগে রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। কার্যত গ্রেফতারির আশঙ্কায় ভুগছেন তিনি। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা।
সৌমিত্র খাঁর অভিযোগ - পঞ্চায়েত নির্বাচনের আগেই তাঁকে গ্রেফতার করতে পারে রাজ্য পুলিশ। বিজেপি সাংসদ এও বলেছেন, সম্প্রতি একটি সভায় সোনামুখী থানার আইসির বিরুদ্ধে সরব হয়েছিলেন। সেখানে ওই আইসির নামে একাধিক তোলাবাজির অভিযোগ করেছিলেন। তারপর থেকেই নাকি সোনামুখী থানায় তাঁর নামে একাধিক মামলা রুজু হয়েছে। যার ফলে গ্রেফতার করা হতে পারে তাঁকে।
কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে যান সৌমিত্র খাঁ। সেখানেই রক্ষাকবচের আবেদন করেন তিনি। মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার হতে পারে।
প্রসঙ্গত, বাঁকুড়া সোনামুখী ব্লকের মানিকবাজার এলাকায় ২০০-র বেশি স্বনির্ভর গোষ্ঠী আছে। ওই গোষ্ঠীর ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে সেই কোষাধ্যক্ষের বিরুদ্ধে। প্রতিবাদে পথে নামে বিজেপি। তাঁদের সমর্থনে একটি পথসভা করেছিলেন সৌমিত্র খাঁ। সেখানেই তিনি আইসির বিরুদ্ধে সরব হয়েছিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন