ক্রিকেট ভক্তদের জন্য উপহার! ইডেনে IPL ম্যাচের দিনগুলিতে চলবে বিশেষ মেট্রো

বিশেষ ট্রেন চালানো হবে ম্যাচ শেষের পর। সময় ১২টা ১৫মিনিট। দুটি মেট্রো এসপ্ল্যানেড থেকে ছাড়া হবে। একটি যাবে কবি সুভাষ এবং অন্যটি যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত।
ক্রিকেট ভক্তদের জন্য উপহার! ইডেনে IPL ম্যাচের দিনগুলিতে চলবে বিশেষ মেট্রো
ফাইল চিত্র
Published on

কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ সুখবর। ইডেনে কেকেআর-র ম্যাচের জন্য রাত ১২টার পর থেকে চালানো হবে দুটি মেট্রো। এমনই ঘোষণা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

ইডেনে খেলা দেখতে গেলে বাড়ি ফেরার সমস্যা হতে পারে, এমন আশঙ্কা করেছিলেন অনেক ক্রিকেট প্রেমী। কিন্তু তাঁদের জন্য মেট্রো কর্তৃপক্ষ বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। মেট্রোরেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ ট্রেন চালানো হবে ম্যাচ শেষের পর। সময় ১২টা ১৫মিনিট। দুটি মেট্রো এসপ্ল্যানেড থেকে ছাড়া হবে। একটি যাবে কবি সুভাষ এবং অন্যটি যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত।

ইডেনে ৬, ১৪, ২৩ এপ্রিল ও মে মাসের ৮, ১১ এবং ২০ তারিখ খেলা রয়েছে। ওই দিনগুলিতে চলবে বিশেষ মেট্রো। সকলের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ আশা করছেন, এই পদক্ষেপে শহরবাসীর অনেকটাই সুবিধা হবে।

উল্লেখ্য, চলতি মরশুমে সবে একটা ম্যাচ খেলেছে কেকেআর। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। ডিএলএস নিয়মে ৭ রানে অ্যাওয়ে ম্যাচ হেরেছে তারা। বৃহস্পতিবার ইডেনে কোহলির আরসিবির বিরুদ্ধে মাঠে নামছে শাহরুখ খানের দল। ঘরের মাঠে ম্যাচ জিততে মরিয়া কলকাতা নাইট রাইডার্স।

অন্যদিকে মুম্বইকে হারিয়ে আত্মবিশ্বাসী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নিজেদের প্রথম ম্যাচে ৮ উইকেটে জয় পায় তারা। ডু প্লেসিস এবং কোহলির ঝোড়ো ব্যাটিং-র সাক্ষী থেকেছিল চিন্নস্বামী স্টেডিয়াম। কলকাতার মাঠেও কি সেই ঝড় অব্যাহত থাকবে? নাকি নারিনের ঘূর্ণির ঝলক দেখবে কলকাতা বাসী তা সময়ের অপেক্ষা।

ক্রিকেট ভক্তদের জন্য উপহার! ইডেনে IPL ম্যাচের দিনগুলিতে চলবে বিশেষ মেট্রো
IPL 2023: সাকিবের পরিবর্তে মারকুটে ব্রিটিশ ওপেনারকে দলে নিলো নাইট রাইডার্স
ক্রিকেট ভক্তদের জন্য উপহার! ইডেনে IPL ম্যাচের দিনগুলিতে চলবে বিশেষ মেট্রো
সৌদি লীগে জোড়া গোল রোনাল্ডোর, জার্মান কাপে ফ্রেইবার্গের কাছে আটকে গেল বায়ার্ন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in