‘তিলোত্তমা মোড়’ নয়। বিটি রোডের ধারে আর জি কর কাণ্ডের নির্যাতিতার বাড়ির কাছের পরিচিত মোড়ের নাম স্টেশন মোড়ই থাকছে। যা থেকে স্পষ্ট, কেউ নাম পরিবর্তন করলেও গুগল ম্যাপের তরফ থেকে অনুমতি দেওয়া হয়নি।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। রাজ্য থেকে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে চলছে আন্দোলন। প্রতিবাদীরা নির্যাতিতার বাড়ির কাছের মোড়ের নাম ‘তিলোত্তমা মোড়’ দিতে চান। কলকাতার দিক থেকে বিটি রোড ধরে যে মোড়ে পৌঁছে ডান দিকে এগোলেই নির্যাতিতার বাড়ির দিকের রাস্তা, সেই মোড়ের নামই সাধারণ মানুষ দিয়েছিলেন ‘তিলোত্তমা মোড়’। সেখানে ঝোলানো হয়েছে ব্যানারও।
গুগল ম্যাপেও পরিবর্তন করা হয় নাম। মঙ্গলবার সকাল থেকেই সেই পরিবর্তন চোখে পরে। বুধবারও ছিল। কিন্তু বৃহস্পতিবার ফের পুরানো নাম দেখা যায় ম্যাপে। এবিষয়ে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত গুগ্ল লোকাল গাইড শৌনক দাস এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘‘যে কেউ করতে পারেন এটা। পছন্দের নাম দেওয়ার জন্য ‘অ্যাড নিউ প্লেস’ অপশনে গিয়ে এটা করা যায়। তবে কোনও দোকানের নাম যুক্ত করাটা যতটা সহজ ততটা কোনও এলাকার নামের ক্ষেত্রে নয়।’’
উল্লেখ্য, গুগ্ল নাম ভেরিফিকেশন করে। এই কাজটি হয় কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। দু’-তিন বার ভেরিফিকেশন করার পরে ম্যাপে বদল এসে যায়। পুরসভার ম্যাপ অনুযায়ী প্রাথমিক ভাবে এলাকার নাম দেখায়। বদলের ক্ষেত্রে এআই-এর মাধ্যমে ভোটও হয়। প্রত্যন্ত এলাকার ক্ষেত্রে গুগল কড়াকড়ি না করলেও শহরাঞ্চলের ক্ষেত্রে সেটা সঠিক কি না তা বিবেচনা করা হয়। শৌনক জানিয়েছেন, সম্ভবত গুগল ম্যাপ থেকে সম্মতি না দেওয়ায় পুরানো নাম দেখাচ্ছে।
শৌনক বলেন, ‘‘অনেকে ব্যবহার করলে এবং সম্মতি দিলে এটা হতেই পারে। গুগ্ল নিশ্চিত ভাবেই বিষয়টির কথা অনেককে পাঠিয়ে আপত্তি রয়েছে কি না সেটা যাচাই করেছে।’’
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন