SSC Scam: নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট পেশের অনুমতি রাজ্যপালের!

People's Reporter: গত বছর ২৩ জুলাই গ্রেফতার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। গ্রেফতার করেছিল ইডি। পরে দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করে সিবিআই।
পার্থ চট্টোপাধ্যায়
পার্থ চট্টোপাধ্যায়গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করার অনুমতি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সিবিআই সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে।

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এসএসসি গ্রুপ সি-র দুর্নীতিতে আদালতে আগেই চার্জশিট দিয়েছিল সিবিআই। তবে তাতে পার্থ চট্টোপাধ্যায়ের নাম যুক্ত করা ছিল না। কারণ সেই সময় প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম দেওয়ার অনুমোদন ছিল না। এবার সেই বাধাও আর নেই। সিবিআই সূত্রের খবর, রাজ্যপাল সি ভি আনন্দ বোস চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের নাম নথিভুক্ত করার জন্য অনুমতি দিয়েছেন।

রাজ্যের মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। ফলে চার্জশিটে নাম যুক্ত করার জন্য রাজ্যপালের অনুমতির প্রয়োজন হয়। একই ভাবে চার্জশিটে আরও ৫ আধিকারিকের নাম রয়েছে। তাঁরা সরকারি কর্মচারী। তাই রাজ্য সরকারের কাছ থেকেও অনুমোদন প্রয়োজন রয়েছে। রাজ্য সরকার অনুমোদন দেয় কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে।

প্রসঙ্গত, গত বছর ২৩ জুলাই গ্রেফতার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। গ্রেফতার করেছিল ইডি। পরে দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করে সিবিআই।

গত বছরই অক্টোবর মাসে নবম-দশম শ্রেণির নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করেছিল সিবিআই। তাতে ১২ জনের নাম ছিল। আবার ৩০ সেপ্টেম্বর এসএসসি নিয়োগ দুর্নীনিকাণ্ডে ১৬ জন অভিযুক্তের নামে চার্জশিট পেশ করেছিল সিবিআই।

পার্থ চট্টোপাধ্যায়
CBI: পুর নিয়োগ দুর্নীতিতে ফের তৎপর CBI! বরাহনগর সহ একাধিক পুরসভার কর্মী ও আধিকারিকদের তলব
পার্থ চট্টোপাধ্যায়
Maharashtra: NCP এখনও অবিভক্ত! দলের মধ্যে নেই কোনও বিভেদ, দাবি অজিত-শরদ দুই পক্ষেরই

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in