গত জুন মাসের শেষ সপ্তাহে নবান্ন সভাঘরে বৈঠক করে কলকাতা শহরের ফুটপাথ দখলদার মুক্ত করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কাজের জন্য কমিটিও গড়ে দেন মুখ্যমন্ত্রী নিজে। কিন্তু সেই কমিটিতে থাকা কলকাতা পুরসভার অনেক কর্মী হকার সমীক্ষাতেই যায়নি। ফলে তাঁদের শোকজ করা হয়েছে। কলকাতা পুরসভা সূত্রে এমনই খবর।
নবান্নের সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, কলকাতা পুরসভার ১৬টি বোরো কমিটির হয়ে মোট ১১২টি দল কাজ কাজ করবে। প্রত্যেকটি দলে ছ’জন করে কর্মী থাকবেন। সব মিলিয়ে ৬৭২ জন কর্মীকে এই কাজে নামানো হবে। কিন্তু কলকাতা পুরসভা কর্তৃপক্ষ জেনেছে যে, হকার সমীক্ষার কাজে নেমেছেন মাত্র ৫৬০ জন। সমীক্ষার দায়িত্বে থাকা বাকি ৫০ জন কাজেই যোগদান করেনি। এমনকি তাঁরা সমীক্ষার জন্য প্রশিক্ষণ নিতেও আসেননি।
ওই ৫০ জন কর্মীকে শোকজ করা হয়েছে। অন্যদিকে, যেহেতু ওই ৫০ জন উপস্থিত ছিল না তাই সমীক্ষার কাজ পূরণ করা সম্ভব হয়নি। সেকারণে আরও ৩০ জন কর্মীকে নিয়ুক্ত করা হয়েছে পুরসভার পক্ষ থেকে। এবিষয়ে এক পুর আধিকারিক জানিয়েছেন, শোকজের জবাব দিয়েছেন ওই কর্মীরা। কিন্তু সেই জবাবে সন্তুষ্ট নয় পুরসভা। তাঁদের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে কিনা, সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আপাতত দ্রুত সমীক্ষা শেষ করে রিপোর্ট নবান্নে পাঠাতে হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন