'১৪ বছর ধরে তামাশা করছেন?' - স্বাস্থ্য দপ্তরে 'ঘুঘুর বাসা' নিয়ে মমতাকে পাল্টা আক্রমণে সেলিম

People's Reporter: সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন, উনি স্বাস্থ্যমন্ত্রী হয়ে শুধু কামানোর সুযোগ খুঁজেছেন। শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছেন।
মহঃ সেলিম
মহঃ সেলিমছবি - মহঃ সেলিম ফেসবুক পেজ
Published on

স্বাস্থ্য দপ্তরকে ঘুঘুর বাসা বানিয়ে গেছে বামফ্রন্ট সরকার। সব সিপিআইএম-র লোক বসে আছে। সোমবার এমনটাই দাবি করেন মুখ্যমন্ত্রী। যার পাল্টা দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

সোমবার বামেদের লালবাজার অভিযানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহম্মদ সেলিম বলেন, 'মমতা ব্যানার্জি এখন বিরোধী নেত্রী নন। উনি এখন পুলিশমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। কত অপদার্থ হলে আজ এই অবস্থাটা তৈরি করেছেন তিনি। এখন তিনি যদি আয়নার সামনে না দাঁড়ান, মানুষ তাহলে কাঁচের ঘর ভেঙে চুরমার করে দেবে'।

সিপিআইএম রাজ্য সম্পাদক আরও বলেন, "উনি স্বাস্থ্যমন্ত্রী হয়ে শুধু কামানোর সুযোগ খুঁজেছেন। শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছেন। স্বাস্থ্য-শিক্ষাকে ধ্বংস করেছেন, হাসপাতালগুলিকে ধ্বংস করেছেন। আর এখন দাঁড়িয়ে নাটক করছেন। তাহলে ১৪ বছর কী করলেন? শুধু তামাশা করলেন? ওনার লোকজন - শ্যামাপদ দাস, সুশান্ত রায়, সুদীপ্ত রায়, সন্দীপ ঘোষ, সুহৃতা পাল, অভীক দে, বিরূপাক্ষ এরা কারা? তাদেরকে কেন এতকিছুর অধিকার দেওয়া হয়েছে? কিসের বিনিময়ে দিয়েছেন?"

প্রসঙ্গত, সোমবার নবান্নে পর্যালোচনা বৈঠকে আরজি কর প্রসঙ্গ নিয়ে বলতে গিয়ে বামফ্রন্ট সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, "সিঙ্গুর নিয়ে ২৬ দিন কলকাতায় অনশন করেছিলাম। একবারও তাঁরা আমার সাথে কথা বলেননি। যাঁরা আজকে বড় বড় কথা বলছেন তাঁরাই স্বাস্থ্য ডিপার্টমেন্টে ঘুঘুর বাসা ঢুকিয়ে দিয়ে গিয়েছিলেন। সেই ঘুঘুর বাসাটা আমরা ভাঙতে পারিনি। তার কারণ এখানে সব লেফট ফ্রন্টের লোক বসে আছে। লেফটিস্ট, সিপিআইএম-র লোক। আমি বলেছিলাম বদলা নয় বদল চাই। তাই আজ পর্যন্ত চাকরিতে হাত দিইনি। কারুর বিরুদ্ধে কোনও কেস করিনি। কিন্তু এটা আমাদের দুর্বলতা ভাববেন না।"

মহঃ সেলিম
CPIM: বামেদের 'লালবাজার অভিযান' রুখতে ৯ ফুটের ব্যারিকেড! পুলিশের গার্ডরেল পরিণত হল সভাস্থলে
মহঃ সেলিম
স্বাস্থ্য দপ্তরে CPIM-এর লোক বসে আছে, বদলা চাইনা বলে কারও চাকরিতে হাত দিইনি: মুখ্যমন্ত্রী
মহঃ সেলিম
বাংলা বলেই আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা হয়নি, অন্য জায়গায় মুখ বন্ধ করে দেওয়া হয়: মুখ্যমন্ত্রী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in