I-Core Scam: মানস ভুঁইয়ার দপ্তরে হাজির সিবিআই আধিকারিকরা, দু'ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ

সোমবার প্রায় দু’ঘণ্টা ধরে মানস ভুঁইয়ার অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয়। এর আগে সিবিআই-এর ডাকে আজ হাজিরা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিলেন ভুঁইয়া। CBI-র তিন সদস্যের এক দল মানস ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদ করেন।
রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া
রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া ফাইল ছবি দ্য স্ক্রল-এর সৌজন্যে
Published on

রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার আইকোর চিট ফান্ড দুর্নীতিতে আরও এক মন্ত্রী মানস ভুঁইয়ার অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদ চালালো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) আধিকারিকরা। সোমবার প্রায় দু’ঘণ্টা ধরে মানস ভুঁইয়ার অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয়। এর আগে সিবিআই-এর ডাকে আজ হাজিরা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিলেন ভুঁইয়া।

এদিন সিবিআই-এর ইকনমিক অফেন্স উইং-এর তিন সদস্যের এক দল রাজ্যের জলসম্পদ ও উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানস ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদ করেন। সূত্র অনুসারে, আইকোরের একাধিক অনুষ্ঠানে মানস ভুঁইয়াকে দেখা গেছিলো। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর সঙ্গে ওই সংস্থার কোনো আর্থিক লেনদেন ছিলো কিনা সে বিষয়ে নিশ্চিত হতে চাইছে সিবিআই।

রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া
এলাকা জলমগ্ন, পরিদর্শনে যেতে হবে - আইকোর মামলায় CBI দফতরে হাজিরা এড়ালেন মানস ভুঁইয়া

গতকাল নোটিশ পাঠিয়ে আজ বেলা ১২ টার মধ্যে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা মানস ভুঁইয়াকে। যদিও সবং-এর বিধায়ক সিবিআইকে জানান, রাতভর প্রবল বৃষ্টির কারণে তাঁর বিধানসভার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এলাকা পরিদর্শনে যেতে হবে তাঁকে। জল বের করার ব্যবস্থা সহ প্রয়োজনীয় জরুরি ব‍্যবস্থার তদারকিতে আজ দিনভর ব‍্যস্ত থাকবেন তিনি। তাই সিবিআই দফতরে হাজিরা দিতে পারবেন না তিনি আজ।

এর আগে এপ্রিল মাসে এই মামলার আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তলব করেছিল মানস ভুঁইয়াকে।

রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া
Icore Scam: শিল্পভবনে ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, 'তদন্তের প্রয়োজনে আবার সাহায্য করবো' - পার্থ চট্টোপাধ্যায়

প্রসঙ্গত, গত সপ্তাহেই পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সিবিআই। ভবানীপুরে ভোট প্রচারে ব‍্যস্ত থাকার কারণে হাজিরা দিতে সম্ভব নয় বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু গত ১৩ সেপ্টেম্বর সিবিআইয়ের একটি টিম শিল্পভবনেই চলে যান তাঁকে জিজ্ঞাসাবাদ করতে। ২ ঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। যদিও পরে সাংবাদিকদের সামনে এই জিজ্ঞাসাবাদকে সৌজন্যমূলক সাক্ষাৎকার হিসেবে আখ‍্যা দিয়েছেন তিনি।

সুপ্রিম কোর্টের নির্দেশে গত ৯ মে, ২০১৪ সালে সারদা সহ একাধিক চিটফান্ড দুর্নীতি কাণ্ডের তদন্তভার হাতে নেয় সিবিআই।

- with inputs from IANS

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in