রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার আইকোর চিট ফান্ড দুর্নীতিতে আরও এক মন্ত্রী মানস ভুঁইয়ার অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদ চালালো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) আধিকারিকরা। সোমবার প্রায় দু’ঘণ্টা ধরে মানস ভুঁইয়ার অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয়। এর আগে সিবিআই-এর ডাকে আজ হাজিরা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিলেন ভুঁইয়া।
এদিন সিবিআই-এর ইকনমিক অফেন্স উইং-এর তিন সদস্যের এক দল রাজ্যের জলসম্পদ ও উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানস ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদ করেন। সূত্র অনুসারে, আইকোরের একাধিক অনুষ্ঠানে মানস ভুঁইয়াকে দেখা গেছিলো। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর সঙ্গে ওই সংস্থার কোনো আর্থিক লেনদেন ছিলো কিনা সে বিষয়ে নিশ্চিত হতে চাইছে সিবিআই।
গতকাল নোটিশ পাঠিয়ে আজ বেলা ১২ টার মধ্যে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা মানস ভুঁইয়াকে। যদিও সবং-এর বিধায়ক সিবিআইকে জানান, রাতভর প্রবল বৃষ্টির কারণে তাঁর বিধানসভার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এলাকা পরিদর্শনে যেতে হবে তাঁকে। জল বের করার ব্যবস্থা সহ প্রয়োজনীয় জরুরি ব্যবস্থার তদারকিতে আজ দিনভর ব্যস্ত থাকবেন তিনি। তাই সিবিআই দফতরে হাজিরা দিতে পারবেন না তিনি আজ।
এর আগে এপ্রিল মাসে এই মামলার আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তলব করেছিল মানস ভুঁইয়াকে।
প্রসঙ্গত, গত সপ্তাহেই পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সিবিআই। ভবানীপুরে ভোট প্রচারে ব্যস্ত থাকার কারণে হাজিরা দিতে সম্ভব নয় বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু গত ১৩ সেপ্টেম্বর সিবিআইয়ের একটি টিম শিল্পভবনেই চলে যান তাঁকে জিজ্ঞাসাবাদ করতে। ২ ঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। যদিও পরে সাংবাদিকদের সামনে এই জিজ্ঞাসাবাদকে সৌজন্যমূলক সাক্ষাৎকার হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
সুপ্রিম কোর্টের নির্দেশে গত ৯ মে, ২০১৪ সালে সারদা সহ একাধিক চিটফান্ড দুর্নীতি কাণ্ডের তদন্তভার হাতে নেয় সিবিআই।
- with inputs from IANS
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন