'I-N-D-I-A নাম দিয়েছিলাম আমি, আর বৈঠক নিয়ন্ত্রণ করে সিপিএম! এটা মানবো না' - মমতা ব্যানার্জি

People's Reporter: মমতা ব্যানার্জি বলেন, "ইন্ডিয়া নাম আমি দিয়েছিলাম। কিন্তু আমার দুঃখ একটাই যে যখনই বৈঠক হয় তখনই বৈঠক নিয়ন্ত্রণ করে সিপিএম"।
ইন্ডিয়া জোটে অসম্মানিত হচ্ছে তৃণমূল
ইন্ডিয়া জোটে অসম্মানিত হচ্ছে তৃণমূলগ্রাফিক্স - আকাশ
Published on

আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী মঞ্চ 'ইন্ডিয়া' নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তাঁর দাবি, ইন্ডিয়া মঞ্চের বৈঠক নিয়ন্ত্রণ করে সিপিআইএম। তাঁকে গুরুত্ব না দিলে তিনি জোটে থাকবেন না।

সোমবার কলকাতায় সংহতি মিছিল করে তৃণমূল। সেই মিছিল শেষ হয় পার্ক সার্কাসে। মিছিল শেষে সভায় বক্তব্য রাখেন মমতা ব্যানার্জি। সেখানেই তিনি ইন্ডিয়া জোট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। মমতা ব্যানার্জি বলেন, "ইন্ডিয়া নাম আমি দিয়েছিলাম। কিন্তু আমার দুঃখ একটাই যে যখনই বৈঠক হয় তখনই বৈঠক নিয়ন্ত্রণ করে সিপিএম। যাদের সাথে দীর্ঘ ৩৪ বছর লড়াই করেছি তাদের কোনো পরামর্শ মানতে রাজি নই। আমি প্রচুর অপমান বোধ করি। আমি এটা মানবো না"।

ওই মঞ্চ থেকে ধর্ম নিয়েও সিপিআইএমকে আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, "লজ্জা করে না? ৩৪ বছর আপনারা সিপিআইএমকে ক্ষমতায় রেখেছিলেন। একটা মাদ্রাসা করেনি, একটা শশ্মান করেনি, একটা চার্চ পর্যন্ত করেনি। কোনোদিন দুর্গাপুজোতে যেতো না। কারণ তারা নাকি নাস্তিক, কোনো ধর্ম মানে না। আমি ধর্ম মানি"।

প্রসঙ্গত, কিছু দিন আগেই লোকসভা নির্বাচন নিয়ে মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সাথে বৈঠক করেন মমতা ব্যানার্জি। দলীয় এক নেতাই জানিয়েছিলেন 'ইন্ডিয়া' মঞ্চ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণমূল সুপ্রিমো। ওই বৈঠকেই নাকি বলেছিলেন লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ আসনের মধ্যে ৪২টিতেই একা লড়াই করবেন। গতকাল ফের 'ইন্ডিয়া' মঞ্চ নিয়ে তৃণমূল নেত্রীর অবস্থান রীতিমতো অস্বস্তি বাড়ালো বিজেপি বিরোধী মঞ্চে।

ইন্ডিয়া জোটে অসম্মানিত হচ্ছে তৃণমূল
I-N-D-I-A: 'ইন্ডিয়া' মঞ্চে গুরুত্ব না পেলে রাজ্যের ৪২ আসনেই একা লড়ার বার্তা মমতা ব্যানার্জির!
ইন্ডিয়া জোটে অসম্মানিত হচ্ছে তৃণমূল
PM Narendra Modi: "অযোধ্যা থেকে আসার পর আমার প্রথম সিদ্ধান্ত" - নয়া প্রকল্পের ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in