আরজি কর কাণ্ড নিয়ে সর্বভারতীয় চিকিৎসকদের সংগঠন আইএমএ-র কলকাতা শাখার ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে সহ-সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন কৌশিক বিশ্বাস। নিজের পদত্যাগের কথা ইমেল মারফত জানিয়েছেন কলকাতা শাখার সভাপতিকে।
আরজি করে তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডে গোটা দেশ যখন তোলপাড় তখন আইএমএ-র কলকাতা শাখার ভূমিকা নিষ্ক্রিয় ছিল। কোনও সদর্থক পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে অভিযোগ করেছেন কৌশক বিশ্বাস। দিল্লি থেকে নির্দেশ না আসা পর্যন্ত নীরব দর্শকের ভূমিকাতেই নাকি ছিল কলকাতা শাখা।
পদত্যাগের পর সংবাদমাধ্যমে কৌশিক বলেন, "আমি আইএমএ-র কলকাতা শাখার সহ-সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছি। আরজি করে যা হয়েছে, তা নিয়ে আইএমএ-র কলকাতা শাখার ভূমিকা হতাশাজনক। গত দেড় মাস ধরে আইএমএ-র কলকাতা শাখা গুরুত্বপূর্ণ কোনও পদক্ষেপই করেনি। যা একজন সহ-সভাপতি হিসেবে মেনে নেওয়া যায় না। আর এই দায় আমি নিজেও এড়িয়ে যেতে পারি না। তাই আমি পদত্যাগ করেছি। কলকাতা শাখার সভাপতির কাছে একটি ইমেল করেছি। রাজ্য কমিটিকেও আমার পদত্যাগের কথা জানিয়েছি।''
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষও এই আইএমএ কলকাতা শাখার সদস্য ছিলেন। তাঁকে পদ থেকে সরিয়ে দেয় আইএমএ কলকাতা। কিন্তু অনেক পরে এই কাজ করা হয়। কৌশিক বিশ্বাস জানান, ''দিল্লি থেকে নির্দেশ আসার পর সন্দীপের সদস্যপদ খারিজ করা হয়। আমার বক্তব্য এটা কেন আগে করা হবে না? কেন দিল্লির নির্দেশের জন্য অপেক্ষা করতে হল? আরজি কর কাণ্ডের পরই সন্দীপকে সরানো উচিত ছিল।''
তিনি আরও বলেন, ''বর্তমানে আইএমএ কলকাতা শাখা যাঁরা পরিচালনের দায়িত্বে আছেন তাঁরা একটি বিশেষ গোষ্ঠীর। যাঁদের সাথে কাজ করা সম্ভব নয়। ফলে সবদিক বিবেচনা করেই আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি।''
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন