'CBI কি মমতাকে ভয় পাচ্ছে?' ২৪ ঘন্টার মধ্যে মোদীকে পাল্টা চিঠি শুভেন্দুর

সারদা মামলার ১০ বছর পার হয়ে গেলেও এখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন জেরা করছে না সিবিআই (CBI), তা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী ও মমতা ব্যানার্জি
শুভেন্দু অধিকারী ও মমতা ব্যানার্জিফাইল ছবি সংগৃহীত
Published on

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে এবার সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সারদা মামলার ১০ বছর পার হয়ে গেলেও এখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন জেরা করছে না সিবিআই (CBI), তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শুধু তাই নয়, সিবিআইয়ের বিরুদ্ধে নালিশ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী।  

একদিন আগেই, সিবিআইয়ের বিরুদ্ধে অতি-সক্রিয়তার অভিযোগ আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের হেনস্থা করতে ইডি, সিবিআইকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তোলেন মমতা। আর, সেই চিঠির ২৪ ঘণ্টার মধ্যে, সিবিআইয়ের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন শুভেন্দু। মোদীকে লেখা চিঠিতে শুভেন্দু প্রশ্ন তুলেছেন, ‘কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ভয় পাচ্ছে? তা না হলে সারদা মামলার দশ বছর পরও কেন তাঁর বিরুদ্ধে কোনও তদন্ত শুরু করছে না!’

তিনি আরও লিখেছেন, ‘২০১৪ সালে সারদা মামলার রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছিল, যেহেতু এই মামলায় শাসকদলেরই বহু প্রভাবশালী ব্যক্তি জড়িত, তাই রাজ্য পুলিশকে এই মামলার তদন্তভার না দিয়ে সিবিআইকে দেওয়া হোক। আশা ছিল, এই মামলার মূলে যিনি বা যাঁরা, তাঁকে বা তাঁদের পদমর্যাদায় প্রভাবিত না হয়ে সিবিআই তাঁদের প্রকাশ্যে আনবে। কিন্তু তা হয়নি। দুর্ভাগ্যজনক ভাবে সারদা মামলায় সবচেয়ে বেশি লাভ হয়েছে যাঁর, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা। কিন্তু দেখা যাচ্ছে, তাঁর বিরুদ্ধে তদন্ত করার ব্যাপারে সিবিআই উদাসীন। এর কারণ কি সিবিআই মুখ্যমন্ত্রী পদকে সমীহ করে চলছে?’

চিঠিতে নাম না করে সারদা মামলায় গ্রেফতার হওয়া তৃণমূলের তৎকালীন সাংসদ কুণাল ঘোষের কথাও উল্লেখ করেছেন শুভেন্দু। তিনি লিখেছেন, ‘ওই সাংসদ গ্রেফতার হওয়ার পর বার বার বলেছিলেন, ‘মমতাই সারদা কেলঙ্কারির সবচেয়ে বড় সুবিধাভোগী।’ কেন তা শুনেও শোনেনি সিবিআই?’

প্রসঙ্গত, রবিবার মমতা-সহ আট বিরোধী দলনেতা প্রধানমন্ত্রীকে যে চিঠি দিয়েছেন, তাতে শুভেন্দুর নাম ছিল। শুভেন্দুকে নারদা মামলায় অভিযুক্ত বলে জানিয়ে বিরোধীরা অভিযোগ করেন, বিরোধী দল থেকে যে সমস্ত নেতা বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে দুর্নীতির মামলা থাকলেও তার তদন্তের গতি মন্থর হয়েছে।

শুভেন্দু অধিকারী ও মমতা ব্যানার্জি
Tripura: ৪ দিনে ৬৬৮টি হিংসার ঘটনায় আহত শতাধিক, নিহত ৩ - বিজেপির বিরুদ্ধে অভিযোগ CPIM-এর
শুভেন্দু অধিকারী ও মমতা ব্যানার্জি
প্রধানমন্ত্রীই বিদেশে গিয়ে দেশের বদনাম করেছেন, BJP-কে পাল্টা আক্রমণ রাহুল গান্ধীর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in