বন্দে ভারতের উদ্বোধনে মুখ্যমন্ত্রীর সামনে 'জয় শ্রীরাম' স্লোগান, মঞ্চেই উঠলেন না ক্ষুব্ধ মমতা

নির্ধারিত মঞ্চে উঠতে অস্বীকার করেন মুখ্যমন্ত্রী। মঞ্চের পাশেই সরকারী আমলাদের বসার জায়গাতে বসেই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ছবি সংগৃহীত
Published on

ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঘটনার পুনরাবৃত্তি হাওড়া স্টেশনে। বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে 'জয় শ্রীরাম' স্লোগান দিলেন প্ল্যাটফর্মে উপস্থিত দর্শকদের একাংশ। রেল মন্ত্রী সহ অন্যান্যরা তাঁদের থামানোর চেষ্টা করেন। কিন্তু দর্শকরা থামেননি। বেশ কিছুক্ষণ চলে এটা। এই ঘটনায় অতন্ত্য ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। পুরো অনুষ্ঠান তিনি মঞ্চের নিচেই কাটালেন। সব মিলিয়ে রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন অনুষ্ঠানে বেশ অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়।

এদিন বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াতেই সামনের দিকে এগিয়ে আসেন মুখ্যমন্ত্রী। তাঁকে দেখেই ২৩ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা দর্শকরা 'জয় শ্রী রাম' স্লোগান দিতে শুরু করেন। বিজেপির পতাকা নাড়তেও দেখা গেছে দর্শকদের। সঙ্গে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। হাত নেড়ে শান্ত হতে বলেন দর্শকদের। মাইকিং-এর মাধ্যমে দর্শকদের সংযত থাকতে বারবার অনুরোধ করেন  বিজেপি সাংসদ সুভাষ সরকার। অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন রেলের অন্যান্য আধিকারিকরা।

এই পরিস্থিতিতে দৃশ্যতই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল সি ভি বোস এসে পৌঁছালে তাঁকে সমস্ত ঘটনা বলেন। নির্ধারিত মঞ্চে উঠতে অস্বীকার করেন মুখ্যমন্ত্রী। রেলমন্ত্রী, রাজ্যপাল সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন। যদিও বরফ তাতে গলেনি। মঞ্চের পাশেই সরকারী আমলাদের বসার জায়গাতে বসেই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, এর আগে নেতাজি জয়ন্তী উপলক্ষ্যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে হওয়া কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানেও এই দৃশ্য দেখা গেছে। সেখানে মুখ্যমন্ত্রীর সামনে জয় শ্রী রাম স্লোগান দেন উপস্থিত দর্শকরা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in