ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ৪৫ দিনের মধ্যে সিবিআইকে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ। নিহত কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দুর অভিযোগের ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে আদালত। অভিযোগকারী এবং মানুষের মনে আস্থা ফেরাতে সিবিআই তদন্তের নির্দেশ, এমনটাও জানিয়েছে আদালত।
এর আগে এই খুনের তদন্ত করছিল রাজ্য পুলিশের বিশেষ তদন্ত কমিটি বা সিট। সিটকে সমস্ত নথি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
নিহতের পরিবারের তরফ থেকে প্রথম থেকেই এই ঘটনায় পুলিশের দিকে আঙুল তোলা হয়েছিল। নিহতের স্ত্রী ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগও জানিয়েছিলেন। কিন্তু তদন্ত শেষ হওয়ার আগেই গতকাল পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগন আইসিকে ক্লিনচিট দিয়েছেন।
আজ সিবিআই তদন্তের দাবিতে হওয়া শুনানিতে এই বিষয়টি তোলেন অভিযোগকারীর আইনজীবী। তিনি বলেন, "গতকাল জেলার পুলিশ সুপার স্থানীয় থানার আইসি সঞ্জীব ঘোষকে ক্লিন চিট দিয়েছেন। পারিবারিক বিবাদ বলে দেখাতে চাইছেন এই হত্যাকে। সত্যি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই পুলিশ সুপারকেই কয়লা পাচার মামলায় ইডি ডেকে পাঠিয়েছিল।"
এরপরই বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন