পঞ্চমীর দিন অর্থাৎ মঙ্গলবার ফের মহামিছিলের ডাক দিল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অবস্থান মঞ্চ পর্যন্ত এই মহা মিছিলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি, মঙ্গলবার সকাল ৯টা থেকে ১২ ঘন্টার প্রতীকী অনশনও করবেন তাঁরা। তাঁদের এই অনশনে যোগ দেবেন সিনিয়র চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা।
শনিবার রাত সাড়ে আটটা থেকে নির্যাতিতার বিচার, হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা-সহ ১০ দফার দাবি নিয়ে অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। আজ তাঁদের অনশনের তৃতীয় দিন। এই দিনই অনশন মঞ্চ থেকে মঙ্গলবার মহামিছিলের ডাক দিয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। বিকেল সাড়ে চারটেই কলেজ স্কোয়ার থেকে শুরু হবে এই মিছিল। শেষ হবে ধর্মতলা অনশন মঞ্চে।
পাশাপাশি, মঙ্গলবার ১২ ঘন্টার প্রতীকী অনশনের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ধর্মতলায় সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত প্রতীকী অনশন করবেন রাজ্যের সব মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা। তাঁদের সাথে থাকবেন সিনিয়র চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরাও, জানিয়েছে ডক্টরস ফ্রন্ট।
অন্যদিকে, জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, অনশন মঞ্চের কাছে যারা বায়ো টয়লেটের ব্যবস্থা করে দিয়েছিল তাদের বাড়িতে গিয়ে ১০ -১৫ জন পুলিশ হুমকি দিয়েছে। তাদের ট্রেড লাইসেন্স ক্যানসেল করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
জুনিয়র ডাক্তারদের অনশন প্রসঙ্গে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, ধর্মতলায় যে সমস্ত জুনিয়র ডাক্তাররা অনশন করছেন তাদের বিরুদ্ধে উচিত ব্যবস্থা নেওয়া হবে বা আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে জুনিয়র ডাক্তাররা পাল্টা জানিয়েছেন, যা আইনি ব্যবস্থা নেবার কলকাতা পুলিশ নিতে পারে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন