“দু’জন অফিসারকে মেরেছে, ২০০ জনকে পাঠান”, সন্দেশখালি হামলায় মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

People's Reporter: রাজ্যপালকে উদ্দেশ্য করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “রাজ্যপাল কেন ঘোষণা করছেন না, রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে?”
“দু’জন অফিসারকে মেরেছে, ২০০ জনকে পাঠান”, সন্দেশখালি হামলায় মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

উত্তর ২৪ পরগণার সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলা ঘটনায় এবার মুখ খুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঘটনার বিবরণ শুনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। বলেন, “পুলিশ কী করছিল, পুলিশ কি ঘটনাস্থলে যায়নি?” এরপর রাজ্যপালের উদ্দেশ্যে বলেন, “রাজ্যপাল কেন ঘোষণা করছেন না, রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে?” 

রেশন দুর্নীতির তদন্তে শুক্রবার সকালে উত্তর ২৪ পরগণার জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। গোয়েন্দা আধিকারিক এবং জওয়ানদের উপর হামলা চালায় শাহজাহান অনুগামীরা। মাথা ফাটে দুই আধিকারিকের। একজনের অবস্থা বেশ গুরুতর হয়। আধিকারিকদের গাড়িতেও হামলা চালানো হয়। আক্রান্ত হয়েছে সংবাদমাধ্যমের কর্মীরাও।

এই ঘটনা জানার জানার পর এক মামলার শুনানি চলাকালীন কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেলের উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “শুনলাম, আপনাদের লোকেদের মেরেছে। আপনারা কী করছিলেন? ওদের সঙ্গে গুলি-বন্দুক থাকে না? চালাতে পারে না?” প্রশ্নের উত্তরে আইনজীবী জানান, ইডির অফিসারদের মেরেছে। দু’জন জখম হয়েছেন। বিচারপতি তখন বলেন, “দু’জন অফিসারকে মেরেছে, ২০০ জনকে পাঠান।”

এর পরে রাজ্যপালকে উদ্দেশ্য করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “রাজ্যপাল কেন ঘোষণা করছেন না, রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে?” এই বিষয়ে বিচারপতির সংযোজন, “তদন্তকারী সংস্থা আক্রান্ত হলে কী ভাবে তদন্ত হবে?”

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের পাল্টা সমালোচনা করেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। কুণাল জানান, “বিচারপতি গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করেছেন, তা আপত্তিকর এবং এক্তিয়ার বহির্ভূত। বিচারপতির চেয়ারকে উনি অপমান করছেন। ওঁর উচিত চাকরি ছেড়ে রাজনীতিতে আসা। না হলে প্রধান বিচারপতির উচিত ওঁকে সতর্ক করা।”

“দু’জন অফিসারকে মেরেছে, ২০০ জনকে পাঠান”, সন্দেশখালি হামলায় মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে রক্তাক্ত ইডি আধিকারিকরা, আক্রান্ত সংবাদমাধ্যমও
“দু’জন অফিসারকে মেরেছে, ২০০ জনকে পাঠান”, সন্দেশখালি হামলায় মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
কলকাতার SSKM হাসপাতালে কতজন প্রভাবশালী ভর্তি? রাজ্যের কাছে হলফনামা চাইল হাইকোর্ট

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in