Calcutta High Court: নিউটাউনে হিডকোর জমিতে তৃণমূলের কার্যালয়! ভেঙে ফেলার নির্দেশ হাইকোর্টের

People's Reporter: হাইকোর্টের নির্দেশের পর বৃহস্পতিবারই তৃণমূলের ৩টি পার্টি অফিসে নোটিস টাঙিয়ে দেয় হিডকো।
Calcutta High Court: নিউটাউনে হিডকোর জমিতে তৃণমূলের কার্যালয়! ভেঙে ফেলার নির্দেশ হাইকোর্টের
প্রতীকী ছবি
Published on

বেআইনি ভাবে নিউটাউনে সরকারি জমি দখল করে দলীয় কার্যালয় করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। সেই দলীয় কার্যালয় ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ।

নিউটাউনে সরকারি জমি দখল করে তৃণমূল তিনটি দলীয় কার্যালয় করেছে। এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। জানা গেছে, ওই জমিটি রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা হিডকোর। ওই নির্মাণ নিয়ে হিডকোর বক্তব্য জানতে চেয়েছিল আদালত।

শুক্রবার সেই মামলা ওঠে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে। সেখানেই হিডকো রিপোর্ট পেশ করে জানায়, তাদের জমিতে বেআইনি ভাবে তিনটি দলীয় কার্যালয় গড়ে উঠেছে। বিচারপতি সিনহা হিডকো কর্তৃপক্ষের উদ্দেশে প্রশ্ন করেন, “কেন নিজেদের সম্পত্তি রক্ষা করতে পারছেন না? অবৈধ নির্মাণ আটকাতে কি হিডকোর কোনও নির্দিষ্ট আইন নেই?”

তারপরেই বিচারপতি সিনহা ওই তিনটি কার্যালয় ভেঙে ফেলার নির্দেশ দেন। যদিও আদালতের রায় দেওয়ার আগে বৃহস্পতিবারই তৃণমূলের ৩টি পার্টি অফিসে নোটিস টাঙিয়ে দেয় হিডকো। মামলাকারী শুনানিতে দাবি করেন, হিডকোর জমিতে এমন আরও ৩৫টি রাজনৈতিক দফতর বানানো হয়েছে।

Calcutta High Court: নিউটাউনে হিডকোর জমিতে তৃণমূলের কার্যালয়! ভেঙে ফেলার নির্দেশ হাইকোর্টের
WB HS Result 2024: প্রথম দশে ৫৮ জন, এক নজরে উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা
Calcutta High Court: নিউটাউনে হিডকোর জমিতে তৃণমূলের কার্যালয়! ভেঙে ফেলার নির্দেশ হাইকোর্টের
সুকান্তর মুখেও তৃণমূল-বিজেপি 'সেটিং' তত্ত্ব! বামেরাই মূল প্রতিদ্বন্দ্বী, মন্তব্য BJP রাজ্য সভাপতির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in