Calcutta HC: কলকাতা বন্দরের জমি দখল করে রাজনৈতিক কার্যালয়! দ্রুত ভেঙে ফেলার নির্দেশ বিচারপতি সিনহার

People's Reporter: আগামী ৫ দিন অর্থাৎ ২৬ জুনের মধ্যে বেআইনি রাজনৈতিক কার্যালয়টি ভেঙে ফেলার নির্দেশ দেন বিচারপতি সিনহা।
বিচারপতি সিনহা
বিচারপতি সিনহাছবি - সংগৃহীত
Published on

ফের সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ রাজনৈতিক কার্যালয় ভাঙার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। কলকাতা পোর্ট ট্রাস্টের জমিতে রয়েছে ওই কার্যালয়টি। হাইকোর্ট নির্দিষ্ট কোনও দলের নাম উল্লেখ না করলেও জানা গেছে আদালতের নির্দেশে যে ঠিকানার উল্লেখ রয়েছে সেই ঠিকানায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের কার্যালয় রয়েছে।

আগামী ৫ দিন অর্থাৎ ২৬ জুনের মধ্যে বেআইনি রাজনৈতিক কার্যালয়টি ভেঙে ফেলার নির্দেশ দেন বিচারপতি সিনহা। তারাতলা থানা দায়িত্ব নিয়ে বন্দর কর্তৃপক্ষকে কার্যালয় ভাঙতে সাহায্য করবে বলেও নির্দেশ দেন বিচারপতি।

বিচারপতি অমৃতা সিনহা জানান, সরকারি জমি দখল করে রাজনৈতিক কার্যালয় গড়ে তোলা বেআইনি। হাসপাতালে যাতায়াতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। কলকাতা পোর্ট ট্রাস্টের জমিতে গড়ে ওঠা রাজনৈতিক দলের কার্যালয় ভেঙে ফেলতে হবে। কার্যালয় ভাঙার বিষয়ে বন্দর কর্তৃপক্ষকে সাহায্য করবে কলকাতা পুলিশ। প্রয়োজনে অতিরিক্ত বাহিনীর ব্যবস্থা করবে পুলিশ।

যদিও তৃণমূলের দাবি, হাইকোর্টের তরফ থেকে কোনও কপি আসেনি। আর যে রাজনৈতিক কার্যালয়ের কথা বলা হচ্ছে সেটা সামাজিক কাজের জন্য রয়েছে। বহু বছর ধরে আছে নির্মাণটি। এটা তৃণমূলের পার্টি অফিস নয়।

প্রসঙ্গত, কয়েক মাস আগেই নিউটাউনে তৃণমূলের তিনটি কার্যালয় ভাঙার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। সরকারি জমি দখল করে তৃণমূল তিনটি দলীয় কার্যালয় করেছে। এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। ওই জমিটি রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা হিডকোর। বিচারপতি সিনহা হিডকো কর্তৃপক্ষের উদ্দেশ্যে প্রশ্ন করেছিলেন, "কেন নিজেদের সম্পত্তি রক্ষা করতে পারছেন না? অবৈধ নির্মাণ আটকাতে কি হিডকোর কোনও নির্দিষ্ট আইন নেই?" তারপরেই বিচারপতি সিনহা ওই তিনটি কার্যালয় ভেঙে ফেলার নির্দেশ দেন।

বিচারপতি সিনহা
Calcutta HC: রাজ্যে সরকারি চাকরিতে রূপান্তরকামীদের জন্য ১ শতাংশ সংরক্ষণ! নির্দেশ কলকাতা হাইকোর্টের
বিচারপতি সিনহা
দিল্লি বিশ্ববিদ্যালয়ে ধর্মেন্দ্র প্রধানকে কালো পতাকা, যোগ দিবসের অনুষ্ঠান বাতিল শিক্ষামন্ত্রীর
বিচারপতি সিনহা
Primary Recruitment Case: প্রাথমিকে নিয়োগ মামলার তদন্তে গাফিলতি! ইডির ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in