সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টে চিঠি দিয়েছে শাসকদল তৃণমূল। সেই নিয়ে শাসকদলকে কটাক্ষ করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি দাবি করেন, রাজ্যের বিরুদ্ধে তাঁর পদক্ষেপে অসুবিধা হচ্ছে, তাই তাঁকে সরাতে চাইছে। পাশাপাশি, এদিন সরকারকে চ্যালেঞ্জও করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন তৃণমূলের ছাত্রনেতা তথা দলের মুখপাত্র সুদীপ রাহা। এদিন সেই চিঠি প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচারপতি বলেন, ‘‘এ রকম কোনও মানুষের কথা আমি শুনিনি। তিনি কী চেয়েছেন, তিনিই জানেন। তবে গত দেড়-দু’বছর ধরে আমাকে সন্ত্রস্ত করার জন্য অনেক কিছু করা হয়েছে। কখনও কেউ কোর্টে পেপার ওয়েট নিয়ে ঢোকে। আবার কখনও অন্যান্য জিনিস নিয়ে ঢুকে বিশৃঙ্খলার সৃষ্টি করে। কোর্ট বয়কট করার চেষ্টা করে।’’ বিচারপতির কথায়, তাঁর পদক্ষেপে অনেককে জেলে যেতে হয়েছে বলেই তাঁর উপর এত রাগ।
উল্লেখ্য, সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন তৃণমূল যুব নেতা সুদীপ রাহা। তৃণমূল নেতার অভিযোগ, বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর আসনকে কলুষিত করছেন। অন্য রাজনৈতিক দলের হয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন তিনি। যা বিচারপতি হিসাবে কখনই কাম্য নয়। তাঁর বিরুদ্ধে শীর্ষ আদালতের কাছে তৃণমূল নেতার আর্জি, সংবিধানের ১২৪(৪) ধারা প্রয়োগ করা হোক।
এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের সামনে সরাসরি রাজ্য সরকারকে চ্যালেঞ্জ করেন। বিচারপতির প্রশ্ন, ‘‘এটা কী ধরনের রাজ্য চলছে, কী ধরনের প্রশাসন চলছে, তা আমরা বুঝতে পারছি সকলেই। দেখা যাক কতদিন চলে তারা। আইনের মুখোমুখি হয়ে তারা কত দিন চালাতে পারে!’’
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসাবও জানতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদিন বিচারপতি জানান, ‘‘অভিষেক একজন নেতা। তাঁর এত সম্পত্তি কোথা থেকে আসে। তিনি কি হলফনামা দিয়ে ঘোষণা করবেন? তিনি কি সেই হলফনামা তৈরি করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন তাঁর সম্পত্তির পরিমাণ কত? তিনি কি এটা করতে পারবেন? অভিষেক যদি সমাজমাধ্যমে ওই পোস্ট করেন, তবে তাঁর সমসাময়িক নেতা ধরুন মিনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য নেতাদের কাছেও একই আবেদন রাখব। তাঁরাও সম্পত্তির হলফনামা তৈরি করে সোশ্যাল মিডিয়াতে দিন আমরা দেখতে চাই।’’
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন