আরজি কর কাণ্ডের প্রতিবাদে বুধবার রাত দখলের কর্মসূচি নিয়েছে গোটা রাজ্যের মানুষ। আর এই কর্মসূচির জন্য বাড়তি মেট্রো চালানোর কথা ঘোষণা করলেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। বাড়তি মেট্রো দেওয়া হলেও শেষ মেট্রোর সময় পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।
কৌশিক মিত্র একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করে বলেছেন, ‘‘গত দু’তিন দিন ধরে আমাদের কাছে বিভিন্ন সংস্থার তরফে বা ব্যক্তিগত পরিসরে অনুরোধ এসেছে, ১৪ তারিখ রাতে একটি বিশেষ জমায়েতের জন্য মেট্রো পরিষেবা চালু রাখতে। অনুরোধ বিবেচনা করে বুধবারের জন্য আমাদের পরিষেবায় কিছু পরিবর্তন আনা হয়েছে।“
তিনি আরও বলেন, “দমদম এবং কবি সুভাষ থেকে রাত ১০টা ৪০ মিনিটে শেষ মেট্রো ছাড়ে। সেই পরিষেবায় কোনও পরিবর্তন হচ্ছে না। তার আগে দু’টি বাড়তি মেট্রো চালানো হচ্ছে। রাত ১০টায় দমদম এবং কবি সুভাষ থেকে একটি করে বাড়তি মেট্রো চালানো হবে। আবার ১০টা ২০ মিনিটে বাড়তি আর একটি ট্রেন চলবে। দু’টি মেট্রোই সব স্টেশনে থামবে। এর পর রাতের শেষ মেট্রো ১০টা ৪০ মিনিটে থাকবে। বুধবার রাত পর্যন্ত মেট্রোর সমস্ত বুকিং কাউন্টার খোলা থাকবে। নিরাপত্তাকর্মীর সংখ্যাও আমরা বৃদ্ধি করেছি।’’
যদিও বাড়তি মেট্রোর ফলে মহিলাদের বাড়ি ফেরার বিষয়টির সুরাহা হচ্ছে না। কারণ জমায়েত হবে মধ্যরাতে। কিন্তু যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাবেন, তাঁরা জমায়েত স্থলে যাওয়ার সুবিধা পাবেন। অন্যদিকে, মেট্রো যেহেতু কেন্দ্র সরকারের অধীনে, তাই এদিন বাড়তি মেট্রো চালু করে কেন্দ্রের বিজেপি সরকার পরোক্ষ ভাবে মহিলাদের এই কর্মসূচির পাশে থাকার বার্তা দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন