আগামীকাল অর্থাৎ শনিবার রেড রোডে অনুষ্ঠিত হবে ২০২২ সালের দুর্গাপুজোর কার্নিভাল। তার জেরে ধর্মতলার ধর্না মঞ্চ থেকে উঠে যেতে হবে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের। এমনটাই নির্দেশ দিয়েছে পুলিশ।
গত টানা ৫৭২ দিন ধরে নিয়োগের আশায় ধর্মতলায় ধর্না দিচ্ছেন চাকরিপ্রার্থীরা। নিজেদের অধিকার আদায়ের দাবিতে অনড় তাঁরা। কিন্তু দুর্গাপুজোর কার্নিভালের জন্য উঠে যেতে হবে তাঁদের। পুলিশ সূত্রে খবর, নিরাপত্তার কারণে চাকরিপ্রার্থীদের উঠে যেতে বলা হয়েছে। ওই এলাকাতে আগামীকাল প্রচুর মানুষের সমাগম হবে। বহু অতিথি আসবেন কার্নিভাল দেখতে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের বহু মন্ত্রী উপস্থিত থাকবেন শনিবার। সবদিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে চাকরিপ্রার্থীরা জানান, ময়দান থানা থেকে এই নোটিশ দেওয়া হয়েছে। আমরাও শখ করে এখানে বসে নেই। আমদেরকে নিয়োগপত্র দিক সরকার। তাহলে আমরা উঠে যাব। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি আমাদের দাবি নিয়ে। আমরা কোনো সরকার বিরোধী আন্দোলন করছি না।
অন্যদিকে, কার্নিভালের জন্য প্রস্তুতি তুঙ্গে রেড রোডে। প্রায় ১০০টি পুজো কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করবে। রেড রোডের মূল মঞ্চের সামনে দিয়ে প্রতিটি পুজো কমিটি নিজদের ‘থিম সং’ চালাতে চালাতে এগিয়ে যাবে। ৩ মিনিটের জন্য এই গান ব্যবহার করা যাবে। কলকাতা পুলিশ ও বিধাননগর কমিশনারেটের অধীনে থাকা পুজো কমিটিগুলি এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। ৩টি ট্যাবলো ব্যবহার করতে পারবে পুজো কমিটিগুলি। ট্যাবলো সহ প্রতিমার উচ্চতা হবে ১৬ ফুট।
প্রশাসন সূত্রে খবর, ২ হাজার পুলিশ মোতায়েন থাকবে রেড রোডে। এই এলাকাকে মোট ১২টি জোনে ভাগ করা হয়েছে। ৮টি ওয়াচ টাওয়ারও থাকবে শনিবারের কার্নিভালে। ক্যুইক রেসপন্স টিম থাকবে ৫টি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন