কলকাতার ভুয়ো ভ্যাক্সিনেশন ক্যাম্প নিয়ে মামলা দায়ের করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সূত্রে জানা গেছে এই ঘটনায় টাকা পয়সার লেনদেন সংক্রান্ত বিষয়টি খুঁটিয়ে দেখবেন সংস্থার আধিকারিকরা।
ইডি সূত্র অনুসারে কলকাতার ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পের বিষয়ে গত সপ্তাহ থেকেই তথ্য জোগাড়ের কাজ শুরু করে ইডি। কলকাতা পুলিশের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য বেশ কিছু তথ্য ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে।
কসবার ভুয়ো ভ্যাকসিন কান্ডে এখনও পর্যন্ত কলকাতা পুলিশের পক্ষ থেকে সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে আছেন মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব, যিনি নিজেকে আইএএস বলে পরিচয় দিতেন।
বর্তমানে এই মামলার তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক বিশেষ তদন্তকারী দল (সিট)। ইতিমধ্যেই এই ঘটনায় মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
২৮ বছর বয়সী দেবাঞ্জন দেব নিজেকে কলকাতা পুরসভার যুগ্ম কমিশনার হিসেবে পরিচয় দিতেন এবং তিনি কলকাতায় একাধিক ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প আয়োজন করেছেন। কসবার এক ভুয়ো ভ্যাকসিনেসন ক্যাম্পে তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী ভ্যাকসিন নেবার পর এই জালিয়াতি সামনে আসে এবং প্রায় শতাধিক মানুষ দেবাঞ্জন দেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। গত ২৩ জুন তাঁকে গ্রেপ্তার করা হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন