Recruitment Scam: যুব তৃণমূল নেতার অ্যাকাউন্ট থেকে সাড়ে ৬ কোটি টাকার আর্থিক লেনদেন! দাবি ইডির

ব্যাঙ্কশাল আদালতে ইডি জানিয়েছে, কুন্তল ঘোষ নিজের দুটি বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সাড়ে ৬ কোটি টাকার লেনদেন করেছিলেন। প্রথমে নিজে অ্যাকাউন্টে জমা ও পরে সেখান থেকে অন্যত্র পাঠিয়েছিলেন।
তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ
তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষছবি সংগৃহীত
Published on

নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় সাড়ে ৬ কোটি টাকার লেনদেন হয়েছে বলে দাবি ইডির। কোথায় এবং কীসের জন্য বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় সংস্থা। যদিও সবকিছু বিজেপির ষড়যন্ত্র বলে পাল্টা দাবি কুন্তলের।

ব্যাঙ্কশাল আদালতে ইডি জানিয়েছে, কুন্তল ঘোষ নিজের দুটি বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সাড়ে ৬ কোটি টাকার লেনদেন করেছিলেন। প্রথমে নিজে অ্যাকাউন্টে জমা ও পরে সেখান থেকে অন্যত্র পাঠিয়েছিলেন।

এর পাশাপাশি ইডি আরও দাবি করেছে, ১২০০ চাকরিপ্রার্থীর কাছে থেকে ২০ হাজার টাকা করে নেওয়া হয়েছে। যাতে হাইকোর্টে মামলা করে তাদের পক্ষে রায় যায় এবং তাঁরা চাকরি পেয়ে যান। কুন্তল ঘোষের মাধ্যমে প্রাইমারি, আপার প্রাইমারি সহ অন্যান্য পদে চাকরি দেওয়ার নামে ১৩০ জনের কাছে ৮ লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। মোট ১০ কোটি ৪০ লক্ষ টাকা।

সমস্ত টাকা পার্থ ছাড়াও অন্যান্য প্রভাবশালীদের কাছে পৌঁছে দেন কুন্তল। শুধুই কি কুন্তল নাকি আরও অনেক নেতা জড়িত রয়েছে এই আর্থিক লেনদেনের সাথে। তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। তাই হেফাজতে নেওয়া প্রয়োজন

কুন্তল ঘোষের আইনজীবী আদালতে বলেন, তাপস মণ্ডলকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? ওনার অভিযোগের ভিত্তিতেই কুন্তলকে গ্রেপ্তার করেছে ইডি। এর আগে যাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কেউ কিন্তু কুন্তলের নাম বলেননি। এমনিতেই ১৪ দিন ইডি হেফাজতে রয়েছে কুন্তল ঘোষ। আর কতদিন লাগবে তদন্ত প্রক্রিয়া শেষ করতে? সওয়াল জবাবের পর আদালত ১৪ দিনের জেল হেফজতের নির্দেশ দিয়েছে। অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেলের থাকতে হবে তাঁকে।

তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ
নিয়োগ দুর্নীতিতে এবার CBI আধিকারিকদেরই সম্পত্তির হলফনামা জমা করার নির্দেশ কলকাতা হাইকোর্টের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in