প্রয়াত হয়েছেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। কিন্তু 'তিলোত্তমা'র বিচারের দাবিতে আন্দোলন তাতে থামবে না। এমনটাই জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শুক্রবার বামফ্রন্টের পূর্বঘোষিত 'লালবাজার অভিযান' রয়েছে। সেখানে অংশ নেবে সিপিআইএম।
আজ দুপুর ৩টে থেকে শুরু হওয়ার কথা লালবাজার অভিযান। আরজি কর মেডিকেল কলেজে পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্ত সবাইকে সিবিআই হেফাজতে নিয়ে দ্রুত তদন্ত শেষ করা এবং কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের দাবিতে এই অভিযানে নামছে বামেরা। আমর্হাস্ট স্ট্রিট - বি বি গাঙ্গুলি স্ট্রিট সংযোগস্থলে জমায়েত হবে বলে বামেদের পক্ষ থেকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, সিপিআইএম-র নাম দিয়ে যত কর্মসূচি রয়েছে তা আপাতত স্থগিত থাকবে। কিন্তু বামফ্রন্টের পূর্বঘোষিত যে কর্মসূচী রয়েছে তা হবে।
তিনি আরও বলেন, "সীতারাম ইয়েচুরির মৃত্যুতে আমরা শোকস্তব্ধ। আগামী শনিবার পর্যন্ত রাজ্যের সমস্ত পার্টি অফিসে দলীয় পতাকা অর্ধনমিত অবস্থায় থাকবে। গোটা বাংলা বর্তমানে শোকের আবহে রয়েছে। তিলোত্তমার জন্য ন্যায় বিচারের লড়াই চলছে। সেই আন্দোলন থামানো যাবে না। লড়ে যেত হবে।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন