কলকাতা পুরসভার নির্বাচন কার্যত প্রহসনে পরিণত হয়েছে বলে অভিযোগ বামফ্রন্টের। ভোট চলার সময় বোমা পড়েছে, মানুষের রক্ত ঝরেছে। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোট করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য রবীন দেব।
বামেদের আরও অভিযোগ, বহু বুথে ভোট লুঠ হয়েছে, তাঁদের পোলিং এজেন্টদের ওপর হামলা হয়েছে। কলকাতা পুরসভার ষোলোটি ওয়ার্ডের সব বুথে পুনর্নির্বাচনের দাবি করছে বামেরা। এই ওয়ার্ডগুলি হলো - ২, ৮, ৯, ১৭, ১৮, ১৯, ২০, ৫৯, ৭১, ৭৩, ৭৫, ১০১, ১০২, ১০৯, ১১০।
পাশাপাশি কলকাতা পুরসভা ভোটে যেভাবে বাম কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে ও ভোটকে প্রহসনে পরিণত করা হয়েছে তার প্রতিবাদে রাজ্যজুড়ে আগামীকাল নির্বাচন কমিশনের দপ্তরের সামনে ধর্নায় বসবেন বামেরা। আগামী দুদিন ধরে প্রতিবাদ কর্মসূচী হিসেবে সর্বত্র অবস্থান বিক্ষোভ দেখানো হবে বামেদের পক্ষ থেকে।
বাম নেতৃত্বের সাংবাদিক সম্মেলন -
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন