কলকাতা পুরভোটের জন্য গতকাল প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরা। সেই তালিকায় মহিলা ও তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে। মোট ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১২৭টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে, যার মধ্যে ৫৬ জন মহিলা প্রার্থী। মোট ঘোষিত প্রার্থীর অর্ধেকের বয়স ৫০ বছরের কম। রয়েছে ছাত্র-যুব কর্মী, রেড ভলেন্টিয়ার্স।
প্রার্থী তালিকা ঘোষণার পাশাপাশি গতকাল ইস্তেহারও ঘোষণা করা হয়েছে, তবে তা আনুষ্ঠানিকভাবে হয়নি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে তা। একেবারে নতুন আঙ্গিকে অন্যরকম ইস্তেহার প্রকাশ করেছে বামেরা। প্রত্যেক বিভাগের জন্য পৃথক পৃথক শীর্ষক দিয়ে ছবি সহযোগে পোস্টার করা হয়েছে।
প্রতিশ্রুতিগুলির মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে যা তা হলো তৃতীয় লিঙ্গের মানুষদের উন্নতির প্রতিশ্রুতি। এই পোস্টারের নাম দেওয়া হয়েছে 'রামধনুর আকার'। সেখানে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য স্বাস্থ্যবীমার ব্যবস্থার করার কথা বলা হয়েছে। তাঁদের সমস্ত রকম সামাজিক নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সুস্থ কর্মসংস্থানের জন্য দেওয়া হবে ট্রেনিং।
বামেদের ইস্তেহারে শ্রমিক, মহিলা, পরিবেশকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 'কাদম্বিনীর কলকাতা' শীর্ষক পোস্টারে মহিলাদের কথা বলা হয়েছে। রাস্তায় রাস্তায় মহিলাদের জন্য শৌচালয় নির্মাণ, স্কুল ও শৌচালয়ে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বসানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মহিলাদের স্বনির্ভর করে তোলার কথা বলা হয়েছে। গার্হস্থ্য হিংসা প্রতিরোধে প্রতি ওয়ার্ডে নেবারহুড কমিটি গঠন করার কথা বলা হয়েছে।
প্রতিটি বরোতে অন্ততঃ একটি করে গরীব শ্রমজীবী মানুষের জন্য রাতে থাকার ঘর, শ্রমজীবী মহিলাদের সন্তানদের জন্য ক্রেশের ব্যবস্থা করা হবে। শহরে ১০০টি Abuse Resistance Team-এর কিয়স্ক থাকবে। সাম্প্রদায়িক বিদ্বেষ, লিঙ্গ বৈষম্যের অভিযোগ জানানো যাবে সেখানে। এক বছরের মধ্যে ২৮ হাজার শূন্যপদে নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষায় গ্রিন মোবাইল অ্যাপ চালু করার কথা বলা হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন