আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে ৯ সেপ্টেম্বর অর্থাৎ আজ রাত ৯টায় ৯ মিনিটের জন্য সমস্ত কাজ বন্ধ রাখার প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন জানালো বামফ্রন্ট। এই নিয়ে বিবৃতি দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। জরুরী পরিষেবা বাদে এই ৯ মিনিট সমস্ত কাজ বন্ধ রেখে মোমবাতি জ্বেলে প্রতিবাদে সামিল হওয়ার বার্তা দিয়েছেন তিনি।
গত ৯ আগস্ট রাতে আরজি করে কর্তব্যরত মহিলা ট্রেনি চিকিৎসককে হাসপাতালেই ধর্ষণ করে খুন করা হয়। ১ মাস হয়ে গেল এখনও কোনও বিচার পাননি 'তিলোত্তমা'র পরিবার। রাজ্যজুড়ে সমাজের সকল স্তরের মানুষ বিচারের আশায় তাকিয়ে রয়েছেন সিবিআই তদন্তের দিকে এবং সুপ্রিম কোর্টের শুনানির দিকে। 'বিচারহীন ১ মাস' - এই স্লোগানকে সামনে রেখে রাত ৯টায় ৯ মিনিটের জন্য রাজ্যের সকল মানুষকে বাড়ির আলো বন্ধ করে, যাবতীয় সমস্ত কাজ থামিয়ে মৌন প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলি। তাদের এই কর্মসূচিকে সমর্থন করেছে বামেরা।
৮ সেপ্টেম্বর রাতে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর প্রকাশ করা বিবৃতিতে জানানো হয়, 'গত একমাসে ন্যায় বিচারের দাবিতে রাজ্যব্যাপী নানা সংগঠন, গোষ্ঠী ও বিভিন্ন পেশার মানুষের সমন্বয়ে সৃজনশীল, প্রত্যয়ী প্রতিবাদ সংগঠিত হচ্ছে। এই নৃশংস ঘটনার রেশ দেশের বিভিন্ন প্রান্ত অতিক্রম করে বিদেশের প্রসারিত হয়েছে'।
তিনি আরও লেখেন, 'বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ৯ সেপ্টেম্বর রাত ৯টায় ৯ মিনিটের জন্য রাজ্যব্যাপী অভিনব মৌনমুখর প্রতিবাদের আহ্বান জানিয়ে যে কর্মসূচি নিয়েছে বামফ্রন্ট তাকে পূর্ণ সমর্থন জানাচ্ছে। বামফ্রন্ট এই ৯ মিনিট রাজ্যের জরুরী ক্ষেত্র ছাড়া সর্বত্র আলো বন্ধ রাখা, রাস্তায় সমস্ত যানবাহনের আলো নিভিয়ে চলাচল বন্ধ রাখা এবং কোনো শব্দ না করে সর্বসাধারণকে এই প্রতিবাদে শামিল হওয়ার জন্য আবেদন করছে'।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন