RG Kar Case: 'অপরাধীর ক্ষমা নেই' - সর্বোচ্চ শাস্তির দাবিতে গণ-আবেদন প্রক্রিয়া চালু CPIM-র

People's Reporter: আগেই বামেদের পক্ষ থেকে জানানো হয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে গণ-আবেদন পাঠানো হবে। শুক্রবার থেকে অনলাইন মারফত সেই প্রক্রিয়া চালু করেছে সিপিআইএম।
RG Kar Case: 'অপরাধীর ক্ষমা নেই' - সর্বোচ্চ শাস্তির দাবিতে গণ-আবেদন প্রক্রিয়া চালু CPIM-র
ছবি - CPIM West Bengal-র ফেসবুক পেজ
Published on

আরজি কর কাণ্ডের প্রতিবাদে ও দ্রুত সুবিচারের দাবিতে অভিনব পদ্ধতি নিল সিপিআইএম। দলের কথায়, কেন্দ্রীয় তদন্ত সংস্থার তদন্ত প্রক্রিয়া নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের অতীত অভিজ্ঞতা হতাশাব্যাঞ্জক। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তার জন্য আমজনতাকে সরব হতে বলে একটি অনলাইন ফর্ম পূর্ণ করার আবেদন জানিয়েছে পশ্চিমবঙ্গ সিপিআইএম। দলের তরফে দেওয়া কিউ আর কোড স্ক্যান করে বা লিঙ্কে ক্লিক করে সেই ফর্ম পূরণ করতে হচ্ছে।

আগেই বামেদের পক্ষ থেকে জানানো হয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে গণ-আবেদন পাঠানো হবে। শুক্রবার থেকে অনলাইন মারফত সেই প্রক্রিয়া চালু করেছে সিপিআইএম।

সিপিআইএম পশ্চিমবঙ্গের ফেসবুক পেজে একটি লিঙ্ক দেওয়া হয়েছে। ওই লিঙ্ক-এ ক্লিক করে সেই ফর্ম পূরণ করতে হচ্ছে। সাথে একটি কিউ আর কোড দেওয়া হয়েছে। স্ক্যান করেও ফর্ম পূরণ করা সম্ভব।

বামেদের তরফ থেকে জানানো হয়, "আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে গত ৯ আগস্ট কর্তব্যরত অবস্থায় এক ছাত্রী চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনার স্বতঃপ্রণোদিত হয়ে বিচারের দায়িত্ব গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। বিভিন্ন কেন্দ্রীয় তদন্ত সংস্থার তদন্ত প্রক্রিয়া নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের অতীত অভিজ্ঞতা হতাশাব্যাঞ্জক। এই নৃশংস ঘটনার তদন্তে অতীতের পুনরাবৃত্তি যাতে না ঘটে এবং সকল অপরাধীদের বিরুদ্ধে দ্রুত সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়, সেই আবেদন আমরা করছি। আমাদের সঙ্গে সহমত হলে আপনিও সোচ্চার হন এবং এই ফর্ম পূর্ণ করুন"।

প্রসঙ্গত, সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন, 'বর্তমানে পশ্চিমবঙ্গে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে একটা বড় অংশের মানুষ বলছে এনাফ ইজ এনাফ। আমরা আরজি করের বিচার চাই। আমরা চাই সুবিচার পাক। সেই জন্য আমরা বলেছি লাখ লাখ মানুষ সই করে তাঁরা পিটিশন পাঠাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে। যাতে নারদা, সারদার মতো, ডিএ মামলার মতো, আগের কামদুনি মামলার মতো যেন বিচারের বাণী নীরবে নিভৃতে না কাঁদে। আর বিচার প্রক্রিয়া যেন দীর্ঘায়িত না করা হয়'।

RG Kar Case: 'অপরাধীর ক্ষমা নেই' - সর্বোচ্চ শাস্তির দাবিতে গণ-আবেদন প্রক্রিয়া চালু CPIM-র
আরজি কর কাণ্ডের প্রতিবাদে পুলিশের চাকরী প্রত্যাখান মৃত ট্রাফিক সার্জেন্টের স্ত্রী-মেয়ের
RG Kar Case: 'অপরাধীর ক্ষমা নেই' - সর্বোচ্চ শাস্তির দাবিতে গণ-আবেদন প্রক্রিয়া চালু CPIM-র
SFI-DYFI: শ্যামবাজারে বামেদের অবস্থান মঞ্চে চালু হল বিকল্প স্বাস্থ্যকেন্দ্র

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in