Kolkata Metro: জন্মাষ্টমী উপলক্ষ্যে সোমবার কলকাতায় কম মেট্রো চলবে, প্রথম ও শেষ ট্রেন কখন জানুন

People's Reporter: সোমবার দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে আপ-ডাউন মিলিয়ে চলবে ২৩৪ টি মেট্রো। অন্যান্য দিন চলে মোট ২৮৮ টি মেট্রো। অর্থাৎ সোমবার স্বাভাবিকের চেয়ে ৫৪ টি মেট্রো কম চলবে।
জন্মাষ্টমী উপলক্ষ্যে সোমবার কলকাতায় কম চলবে মেট্রো
জন্মাষ্টমী উপলক্ষ্যে সোমবার কলকাতায় কম চলবে মেট্রোফাইল চিত্র
Published on

আগামী সোমবার অর্থাৎ ২৬ আগষ্ট জন্মাষ্টমী। সেই উপলক্ষ্যে কলকাতার একাধিক লাইনে কম চলবে মেট্রো। কলকাতা মেট্রোর পক্ষ থেকে বিবৃতি এমনটাই জানানো হয়েছে।

কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, জন্মাষ্টমী উপলক্ষ্যে সোমবার দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে আপ-ডাউন মিলিয়ে চলবে ২৩৪ টি মেট্রো। অন্যান্য দিন চলে মোট ২৮৮ টি মেট্রো। অর্থাৎ সোমবার স্বাভাবিকের চেয়ে ৫৪ টি মেট্রো কম চলবে। তবে মেট্রোর সংখ্যা কমলেও একই রাখা হচ্ছে প্রথম এবং শেষ মেট্রোর সময়সীমা।

মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার দমদম থেকে কবি সুভাষগামী এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। অন্যদিকে, দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়বে ৬টা ৫৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মেট্রো ছাড়বে সকাল ৭টায়। এছাড়া, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়। দমদমের শেষ মেট্রো ৯টা ৪০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের শেষ মেট্রো ৯টা ২৮ মিনিটে এবং দমদম থেকে কবি সুভাষের শেষ মেট্রো ৯টা ৪০ মিনিটে ছাড়বে। কবি সুভাষ এবং দমদমের মধ্যে রাতের বিশেষ মেট্রো চলবে ১০টা ৪০ মিনিটে।

অন্যদিকে, শিয়ালদা-সেক্টর ফাইভ অর্থাৎ মেট্রোর গ্রিন লাইন-১ –এ সোমবার আপ-ডাউন মিলিয়ে মোট ৯০ টি মেট্রো চলবে। অন্যান্য দিন ওই লাইনে চলে ১০৬ টি মেট্রো। অর্থাৎ সোমবার স্বাভাবিকের তুলনায় ১৬ টি মেট্রো কম চলবে। এক্ষেত্রেও প্রথম এবং শেষ মেট্রোর সময় পরিবর্তন করা হয়নি। শিয়ালদা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে এবং শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো এবং শেষ মেট্রো ছাড়বে যথাক্রমে সকাল ৭টা ৫ মিনিটে এবং রাত ৯টা ৪০ মিনিটে।  

একই ভাবে গ্রিন লাইন-২ অর্থাৎ হাওড়া ময়দান-এসপ্ল্যানেড লাইনে সোমবার ১২২ টি মেট্রো চলবে। অন্যান্য দিন ১৩০ টি মেট্রো চালানো হয়। এক্ষেত্রেও প্রথম এবং শেষ ট্রেনের সময় পরিবর্তন করা হয়নি। হাওড়া ময়দান থেকে প্রথম ও শেষ মেট্রো ছাড়বে যথাক্রমে সকাল ৭টা এবং রাত ৯টা ৪৫ মিনিটে। এসপ্ল্যানেড থেকেও প্রথম ও শেষ মেট্রো ওই সময়েই ছাড়বে।

জন্মাষ্টমী উপলক্ষ্যে সোমবার কলকাতায় কম চলবে মেট্রো
ADR: জনপ্রতিনিধিদের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলায় শীর্ষে BJP! রাজ্য হিসেবে এগিয়ে বাংলা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in