রবিবার কলকাতার ১৪৪ টি ওয়ার্ডে পুরভোট। তার আগেই শনিবার রাজ্য নির্বাচন কমিশনের বড় ঘোষণা। ১১৩৯ টি ভোট কেন্দ্রকে 'স্পর্শকাতর' হিসেবে চিহ্নিত করা হল। উল্লেখ্য, কলকাতা পৌরসভায় মোট বুথের সংখ্যা ৪৯৫৯ টি। স্পর্শকাতর বুথগুলির মধ্যে ২৫০ টি বুথই রয়েছে ৭ নম্বর বরোতে। একটি বরোতে এতসংখ্যক 'স্পর্শকাতর' ভোট কেন্দ্র যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অন্যদিকে, ১৩ নম্বর বরোতে রয়েছে সব থেকে কম সংখ্যক স্পর্শকাতর বুথ। প্রায় ২২ টি রয়েছে সেখানে। কলকাতা পৌরসভায় কমবেশি বেশ কিছু স্পর্শকাতর বুথ রয়েছে ১৬ টি বরোতেই।
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, কলকাতা পৌরসভা এলাকায় ১৪৩ টি ওয়ার্ডের মোট ভোটারের সংখ্যা ৪০,৪৮,৩৫২ জন। সবচেয়ে বেশি সংখ্যক ভোটার রয়েছেন ৬৬ নম্বর ওয়ার্ডে। সেখানকার ভোটার সংখ্যা ৯৫,০৩৮। অন্যদিকে ৮৭ নম্বর ওয়ার্ডে সবচেয়ে কম ভোটার রয়েছেন। সেখানকার ভোটার সংখ্যা ১০,০৩৩। অর্থাৎ ওয়ার্ড পিছু কলকাতায় গড় ভোটার সংখ্যা ২৮,১১৪ জন।
কলকাতা পৌরসভা এতগুলি স্পর্শকাতর বুথ থাকাই শুক্রবার বিকেল থেকেই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সমস্ত এলাকা। শহর জুড়ে শুরু হয়েছে পুলিশের রুটমার্চ। স্পর্শ কাতর এলাকাগুলিতে টহল দিচ্ছে র্যাফ। তাদের হাতে বিশেষ লাঠি এবং এস এল আর রাইফেল, পরনে ছিল বুলেট প্রুফ জ্যাকেট। আপাতত কলকাতা পুরভোটে তাদের উপরই নির্ভর করছে নিরাপত্তা ব্যবস্থা।
শনিবার সকাল থেকেই নিউমার্কেট, মুচিপাড়া, পূর্ব যাদবপুর, সার্ভে পার্ক সহ বেশ কিছু এলাকায় রোডমার্চ করেছে। ধর্মতলা, পার্ক স্ট্রিট সংলগ্ন বিভিন্ন হোটেলেও অভিযান চালায় রাজ্য পুলিশ। এছাড়াও জায়গায় জায়গায় চলছে নাকা চেকিং। রবিবার ভোট পর্বে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতেই একের পর এক অভিযান চালাচ্ছে রাজ্য পুলিশ বাহিনী। রবিবার পুর ভোটের সময় নালিশ শোনার জন্য রাস্তায় মোতায়েন থাকবে ১৮ জন ডিসি।
এছাড়াও রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরভোটের নিরাপত্তা সুনিশ্চিত করতে, ২০০ টি পিকেট হবে। প্রত্যেক পিকেটে সার্জেন্টরা উপস্থিত থাকবেন। কুইক রেসপন্স টিম থাকবে ৭৮ টি। সেই টিমে থাকবেন একজন অফিসার, তিনজন কনস্টেবল। যদিও শনিবার থেকেই ৭২ টি কুইক রেসপন্স টিম শহরে ঘুরবে। ৩৫ টি স্পর্শকাতর এলাকায় হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড মোতায়েন থাকবে। প্রায় ২৩ হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবে রাস্তায়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন