কথা আগেই হয়েছিল। সেই কথামতো শাসক দলে যোগ দিলেন তৃণমূল সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে বিষ পান করা পাঁচ শিক্ষিকা। তৃণমূলে যোগ দিয়েছেন শিক্ষক নেতা মইদুল ইসলামও। এছাড়াও আরও প্রায় ২ হাজার শিক্ষিকা আজ শাসক শিবিরে নাম লিখিয়েছেন। এঁরা সকলেই শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্য।
রবিবার ডায়মন্ড হারবারের রবীন্দ্র ভবনে হওয়া তৃণমূলের একটি সভাতে তৃণমূলে যোগ দিয়েছেন সকলে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। প্রসঙ্গত, বিষ পান করার পর এই পাঁচ শিক্ষিকাকেই 'বিজেপির ক্যাডার' বলে কটাক্ষ করেছিলেন ব্রাত্য বসু।
দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে বদলির প্রতিবাদে গত ২৪ আগস্ট বিকাশ ভবনের সামনে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন পাঁচ শিক্ষিকা - পুতুল জানা, অনিমা নাগ, ছবি চাকী দাস, শিখা দাস এবং জ্যোৎস্না টুডু। পাঁচ জনই দীর্ঘ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একাধিক ধারায় মামলা দায়ের হয়েছিল শিক্ষিকাদের বিরুদ্ধে। সরকারের বিরুদ্ধে পাল্টা হাইকোর্টে গিয়েছিলেন শিক্ষিকারা। অন্যদিকে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আদিগঙ্গায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন মইদুল ইসলাম। সেবারই প্রথম নয়, এর আগেও বেতন বৈষম্য, বদলির প্রতিবাদ সহ একাধিক দাবিতে নবান্ন, শিক্ষামন্ত্রীর বাড়ি, বিকাশ ভবনের সামনে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ-এর ব্যানারে এই সমস্ত আন্দোলন হয়েছিল।
কিছুদিন আগে মইদুল ইসলামকে গ্রেফতার করতে তাঁর শ্বশুর বাড়িতে গিয়েছিল পুলিশ। গ্রেফতারি নিয়ে রাতভর নাটকের পর সকালে পুলিশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই মইদুল ইসলাম এবং পাঁচ শিক্ষিকার তৃণমূলে যোগদানে হতবাক বঙ্গ রাজনীতি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন