নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে শর্তসাপেক্ষ জামিন পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ মানিকের জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ২৯ আগষ্ট জামিন মামলার শুনানি শেষ হয়। কিন্তু রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি।
বৃহস্পতিবার জামিন দেওয়ার সময় মানিক ভট্টাচার্যকে চারটি শর্ত দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ, প্রথমত, মানিককে তদন্তকারী অফিসারকে তাঁর ফোন নম্বর দিতে হবে।। দ্বিতীয়ত, নিম্ন আদালতে জমা রাখতে হবে মানিকের পাসপোর্ট। তৃতীয়ত, কোনও সাক্ষীর উপরে প্রভাব খাটানো বা হুমকি দেওয়া যাবে না। চতুর্থত, তদন্তকারী অফিসারের অনুমতি ছাড়া বাইরে কোথাও যেতে পারবেন না মানিক।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি। এই মামলার তদন্ত করছে সিবিআইও। তারপর থেকেই জেল বন্দি তিনি। এরপর জামিনের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক। সেই মামলার ভার্চুয়াল শুনানি হয় গত ২৯ আগষ্ট। শুনানিতে ইডি জানিয়েছিল, মানিকের ছোট ভাইয়ের বয়ানকে হাতিয়ার করে জামিনের বিরোধিতা করছে তারা। এতে মানিক জানান, গ্রেফতারির সময় তাঁর ভাই সিবিআইকে কী বলেছেন, জামিনের ক্ষেত্রে তা বিবেচ্য হওয়া উচিত নয়।
এর আগে জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক ভট্টাচার্য। কিন্তু শীর্ষ আদালত মানিকের জামিনের আবেদন খারিজ করে দেয়। সুপ্রিম কোর্ট মানিকের জামিন মামলার ত্রুটি সংশোধন করে হাইকোর্টে আবেদন করার নির্দেশ দেয়।
উল্লেখ্য, নিয়োগ মামলায় মানিকের স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং তাঁর ছেলে শৌভিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছিল ইডি। যদিও পরে হাইকোর্ট থেকে শতরূপা ভট্টাচার্য এবং সুপ্রিম কোর্ট থেকে শৌভিক ভট্টাচার্য জামিনে মুক্তি পায়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন