TET: টেট পাস তালিকায় মমতা ব্যানার্জী, দিলীপ ঘোষ সহ একাধিক নেতার নাম! 'কাকতালীয়' - সাফাই পর্ষদের

শুভেন্দু অধিকারী পেয়ছেন ১০০ (GENERAL)। সুজন চক্রবর্তীর প্রাপ্ত নম্বর ৯৯ (GENERAL)। অমিত শাহ পেয়েছেন ৯৩ (OBC -A)। অভিষেক ব্যানার্জীর প্রাপ্ত নম্বর ৯৬ (GENERAL)। দিলীপ ঘোষের নম্বর ৮৪ (OBC-B)।
TET: টেট পাস তালিকায় মমতা ব্যানার্জী, দিলীপ ঘোষ সহ একাধিক নেতার নাম! 'কাকতালীয়' - সাফাই পর্ষদের
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

ফের বিতর্কে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০১৪ টেট উত্তীর্ণদের তালিকা প্রকাশ করতে দেখা গেলো মমতা ব্যানার্জী থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী সহ একাধিক রাজনৈতিক ব্যক্তির নাম রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল।

২০১৪ টেটের জট যেন কাটতেই চাইছে না। আদালতের নির্দেশে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের তালিকা প্রকাশ করে পর্ষদ। ওই তালিকায় নাম রয়েছে প্রায় ১ লক্ষ ২৫ হাজার জনের নাম। তাতেই রয়েছে মমতা ব্যানার্জী, অভিষেক ব্যানার্জী, অমিত শাহ, দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী, সুকান্ত মজুমদারের নাম।

শুভেন্দু অধিকারী পেয়ছেন ১০০ (GENERAL)। সুজন চক্রবর্তীর প্রাপ্ত নম্বর ৯৯ (GENERAL)। অমিত শাহ পেয়েছেন ৯৩ (OBC -A)। অভিষেক ব্যানার্জীর প্রাপ্ত নম্বর ৯৬ (GENERAL)। দিলীপ ঘোষের নম্বর ৮৪ (OBC-B)। মমতা ব্যানার্জীর নম্বর ৯২ (GENERAL)। ৯৫ নম্বর পেয়েছেন তালিকায় থাকা সুকান্ত মজুমদার (SC)।

বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে এটা কি শুধুই কাকতালীয় নাকি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক নেতাদের নাম দেওয়া হয়েছে? পর্ষদ সভাপতি বলেন, একই নামের একাধিক ব্যক্তি থাকতেই পারেন। এটা কাকতালীয়। তবে কোনো ত্রুটি হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে। কেউ হ্যাক করে করা হয়েছে কিনা সবকিছু জানতে হবে।

উল্লেখ্য, আদালতের নির্দেশে গত শুক্রবার পর্ষদ ২০১৪ টেট উত্তীর্ণ ১ লক্ষ ২৪ হাজার ৯৫২ জনের প্রাপ্ত নম্বরের তালিকা প্রকাশ করেই সমালোচনার মুখে পড়ে। ১৮৩২ পাতার তালিকাতে রোল নম্বর, প্রাপ্ত নম্বর থাকলেও বহু পরীক্ষার্থীর নামও বাদ গেছে। শুধু তাই নয় যাঁরা ৮২ পেয়েছেন তাঁদেরও একটি তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় আছেন ৭ হাজার ৬৬৫ জনের। এই তালিকায় কোনও পরীক্ষার্থীরই নাম নেই। সকলেই ২০১৪ টেটের সংরক্ষিত পরীক্ষার্থী।

TET: টেট পাস তালিকায় মমতা ব্যানার্জী, দিলীপ ঘোষ সহ একাধিক নেতার নাম! 'কাকতালীয়' - সাফাই পর্ষদের
Upper Primary: চাকরিপ্রার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তিতে উত্তপ্ত ধর্মতলা চত্বর, আটক বহু
TET: টেট পাস তালিকায় মমতা ব্যানার্জী, দিলীপ ঘোষ সহ একাধিক নেতার নাম! 'কাকতালীয়' - সাফাই পর্ষদের
'একদিন স্কুল বন্ধ হলে কিছু হয় না' - মমতার অনুষ্ঠানের জেরে পরীক্ষা পিছিয়ে দেওয়ায় সাফাই ফিরহাদের
TET: টেট পাস তালিকায় মমতা ব্যানার্জী, দিলীপ ঘোষ সহ একাধিক নেতার নাম! 'কাকতালীয়' - সাফাই পর্ষদের
টাকার বিনিময়ে যাঁরা চাকরি পেলেন, তাঁরা গ্রেফতার কবে হবেন? - আদালতের প্রশ্নের মুখে CBI

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in