আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে ঘটনার মধ্যেই অন্য একটি মামলায় সিট গঠন করল রাজ্য সরকার। আরজি করে আর্থিক বেনিয়মের অভিযোগের তদন্ত করবে এই বিশেষ দল। আইপিএস প্রণব কুমারের নেতৃত্বে তদন্ত করবে দলটি।
আরজি কর কাণ্ড নিয়ে এই মুহূর্তে তোলপাড় গোটা দেশ। প্রতিবাদ ছড়িয়ে গেছে বিদেশেও। আরজি করের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। এই আবহেই অন্য একটি মামলায় নবান্নের তরফ থেকে সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের নির্দেশিকায় বলা হয়, ২০২১ সালের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত যা যা আর্থিক বেনিয়ম হয়েছে তার তদন্ত করবে এই বিশেষ দল।
নির্দেশিকায় আরও জানানো হয়, আইপিএস প্রণব কুমারের নেতৃত্বে কাজ করবেন সিআইডির ডিআইজি সোমা মুখার্জি, মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি ওয়াকার রেজা এবং কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখার্জি। তাঁরা প্রয়োজনে সমস্ত সরকারি নথি খতিয়ে দেখতে পারবেন। তাঁদের প্রয়োজনে সাহায্য করবে কলকাতা পুলিশের অন্যান্য আধিকারিকরাও।
উল্লেখ্য, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ২০২১ সাল থেকেই আরজি করের দায়িত্ব নেন। ২০২৩ সালের ৩১ মে তাঁকে বদলি করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ হিসেবে বদলি করা হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই নির্দেশিকা প্রত্যাহার হয়ে যায়। অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলেই ব্যাপক দুর্নীতি, আর্থিক অনিময়মের অভিযোগ ওঠে। এমনকি প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেনও সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব হন। এই অধ্যক্ষের বিরুদ্ধে অর্থের বিনিময়ে পরীক্ষায় পাস করানোরও অভিযোগ ওঠে। আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনার পর তিনি অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন