তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে কলকাতা পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মানহানির অভিযোগ করেছেন মহম্মদ সেলিম। এক ফেসবুক পোস্টের ভিত্তিতে এই অভিযোগ দায়ের করেছেন তিনি। যদিও পরে সেই পোস্টটি মুছে ফেলেন অরূপ চক্রবর্তী।
সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করেছিলেন কলকাতা পুরসভার ৯৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। মহম্মদ সেলিমের ছবি দিয়ে একটি পোস্টার যেখানে লেখা রয়েছে, "রাতের প্রহরী। ১০০ নয়, মমতার পুলিশ। ডায়াল ৯৮৩০০৭০৩২৬।" সেখানেও এও লেখা রয়েছে, "রাতে মহিলারা বিপদে পড়লে, ভুলেও ১০০ ডায়াল নয়। ওটা মমতা ব্যানার্জির পুলিশ। এই নম্বরে ৯৮৩০০৭০৩২৬ ডায়াল করুন সিপিএম পার্টি সেক্রেটারি মহম্মদ সেলিমকে। উনিই রাতে মহিলাদের রক্ষা করার দায়িত্ব নিয়েছেন"।
এই পোস্টের বিরুদ্ধে কলকাতা পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) এবং সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জের দ্বারস্থ হয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক। সকলকে চিঠি দেন মহম্মদ সেলিম।
চিঠিতে সেলিম অভিযোগ করেন, "২০ আগস্ট ফেসবুক স্ক্রল করার সময় কলকাতা পুরসভার ৯৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তীর একটি অত্যন্ত আপত্তিকর পোস্ট দেখলাম আমি। উল্লিখিত ফেসবুক পোস্টটিতে অননুমোদিতভাবে আমার ছবি এবং মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে। স্পষ্টতই আমার সম্মান নষ্ট করার উদ্দেশ্যে"।
তিনি আরও লেখেন, "মিথ্যা তথ্য এবং আমার ফোন নম্বর অনুমতি ছাড়াই প্রকাশ্যে আনা উচিত হয়নি। এই পোস্টটি আমার মানহানি এবং জনসাধারণকে উত্তেজিত করার একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা বলে মনে হচ্ছে। এই পোস্টের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। বিশেষ করে আরজি কর কাণ্ডের পর এই ধরণের পোস্ট ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে। ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্যপ্রযুক্তি আইনের প্রাসঙ্গিক ধারাগুলির অধীনে একটি এফআইআর দায়েরের অনুরোধ করছি। ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন