Mukul Roy: তৃণমূলে যোগ দেননি, বিজেপিতেই আছেন মুকুল রায়, স্পিকারকে জানালেন আইনজীবী

তৃণমূলে যোগ দেননি মুকুল রায়! বিজেপিতেই আছেন এখনও! এমনই আজব দাবি করলেন মুকুল রায়ের আইনজীবী। মুকুল রায়ের বিরুদ্ধে দলত‍্যাগ বিরোধী আইন কার্যকর করার আবেদনের মামলায় এই দাবি করলেন তাঁর আইনজীবী।
মুকুল-শুভ্রাংশুর তৃণমূলে যোগদানের পর সাংবাদিক বৈঠক
মুকুল-শুভ্রাংশুর তৃণমূলে যোগদানের পর সাংবাদিক বৈঠকফাইল ছবি সংগৃহীত
Published on

তৃণমূলে যোগ দেননি মুকুল রায়! বিজেপিতেই আছেন এখনও! এমনই আজব দাবি করলেন মুকুল রায়ের আইনজীবী। মুকুল রায়ের বিরুদ্ধে দলত‍্যাগ বিরোধী আইন কার্যকর করার আবেদনের মামলায় এই দাবি করলেন তাঁর আইনজীবী।

মুকুল রায়ের বিরুদ্ধে দলত‍্যাগ বিরোধী আইন প্রয়োগের দাবিতে স্পিকারের কাছে আবেদন জানিয়েছে বিজেপি। শুক্রবার স্পিকারের‌ ঘরে‌ এই আবেদনের শুনানি ছিল। শুনানিতে মুকুল রায় উপস্থিত না থাকলেও তাঁর আইনজীবী এক লিখিত বিবৃতিতে জানান, 'মুকুল রায় এখনও বিজেপিতেই আছেন। তিনি দলবদল করেননি।'

মুকুল রায়ের এই দাবি শুনে বিজেপির তরফ থেকে বলা হয়েছে, তারা আইনগতভাবে স্পিকারকে চিঠি দিয়ে এর প্রতিবাদ জানাবে। আগামী ৩ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।

একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর আসন থেকে জেতেন মুকুল রায়। গত ১১ জুন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন মুকুল রায় এবং তাঁর ছেলে শুভ্রাংশু রায়। এরপর ১৭ জুন মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে স্পিকারের কাছে আবেদন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তৃণমূলে যোগ দেওয়ার পরই পাবলিক অ‍্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন মুকুল রায়, নিয়ম অনুযায়ী যা বিরোধী দলের প্রাপ‍্য। এর বিরোধিতা করেও হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি।

মুকুল-শুভ্রাংশুর তৃণমূলে যোগদানের পর সাংবাদিক বৈঠক
এবার দলত্যাগীদের ঘরে ফেরাতে তৎপর মুকুল রায়, ফোন করলেন বিজেপির অনেক নেতাকেই

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in