আজও জেল মুক্ত হলেন না নারদ কান্ডে ধৃত রাজ্যের চার হেভিওয়েট নেতা-মন্ত্রী। আজ হাইকোর্টে নারদ মামলার শুনানি হচ্ছে না। ফলে আজও জেলে কাটাতেই হচ্ছে ৪ নেতাকে।
আজ কলকাতা হাইকোর্টে নারদ মামলার জোড়া শুনানি হওয়ার কথা ছিল। একটি এই মামলা ভিন রাজ্যে সরানোর দাবিতে করা আবেদনের শুনানি। অপর শুনানিটি ধৃতদের জামিনের ওপর স্থগিতাদেশ পুর্নবিবেচনা সংক্রান্ত দাবিতে। তবে কিছুক্ষণ আগে হাইকোর্টের তরফ থেকে প্রকাশ করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত আজ বসছে না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কবে বসবে সেকথাও বলা নেই বিজ্ঞপ্তিতে।
ধৃতদের মধ্যে সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় শারীরিক অসুস্থতার কারণে SSKM হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অপর এক ধৃত ফিরহাদ হাকিম জেল হাসপাতালে রয়েছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন