মারধর করে জেলে ঢোকালেও ছাত্রনেতা আনিস খানের হত্যাকারীদের শাস্তির দাবিতে আন্দোলন জারি থাকবে। মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ১৬ জনের জামিন পাওয়ার পরই একথা বললেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা।
ফেসবুক লাইভে ধ্রুবজ্যোতি সাহা বলেন, "মীনাক্ষী মুখার্জি সহ ১৬ জনকে জামিন দেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত কর্মীদের বলছি মাধ্যমিক পরীক্ষা চলছে, শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে। আমাদের মূল লক্ষ্য আনিস খানের দোষীদের শাস্তি দেওয়া। সেই জায়গায় আমাদের অনড় থাকতে হবে। রাজ্যজুড়ে এই বার্তা ছড়িয়ে দিতে হবে যে আমাদের মারুক, জেলে পাঠাক, খুন করুক - কোনো কিছুর তোয়াক্কা আমরা করি না। আনিস খানের হত্যাকারীদের শাস্তির দাবিতে আমাদের লড়াই চলবে।"
প্রসঙ্গত, আনিস খানের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে গত ২৬ ফেব্রুয়ারি হাওড়া গ্রামীণ এসপি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় এসএফআই-ডিওয়াইএফআই কর্মীরা। সেখানে তাদের সাথে ধস্তাধস্তি বাধে পুলিশের। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসের সেলও ফাটানো হয়। গ্রেফতার করা হয় যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ১৬ জনকে। প্রায় ১০ দিন পর অবশেষে জামিন পেলেন তাঁরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন