TMC: 'সমাজকর্মী'র এত সম্পত্তি কীভাবে? ৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে জনস্বার্থ মামলা

নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় নিজের নামে থাকা কয়েক কোটি টাকার সম্পত্তির কথা উল্লেখ করেছেন কাজরী বন্দ্যোপাধ্যায়। সমাজকর্মীর কিভাবে কোটি কোটি টাকার সম্পত্তি থাকতে পারে, উঠছে সেই প্রশ্ন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজরী বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজরী বন্দ্যোপাধ্যায়ছবি সংগৃহীত
Published on

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ তথা কলকাতা পুরভোটে ৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হলো আদালতে। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় নিজের নামে থাকা কয়েক কোটি টাকার সম্পত্তির কথা উল্লেখ করেছেন কাজরী বন্দ্যোপাধ্যায়। কোনো চাকরি না করা, নিজেকে সমাজকর্মী হিসেবে পরিচয় দেওয়া কাজরী বন্দ্যোপাধ্যায় কিভাবে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হতে পারেন, সেই প্রশ্ন তুলেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন ইমতিয়াজ আহমেদ নামের এক আইনজীবী।

আবেদনে ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, সমাজকর্মী কাজরী বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি কীভাবে এতো, কোনো নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তা তদন্ত করে দেখা হোক।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী কাজরী বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৮৬ লক্ষ ৮২ হাজার ৯৯৯ টাকা। এর মধ্যে অস্থাবর সম্পত্তির মূল্য ২ কোটি ৪৫ লক্ষ ৫৬ হাজার ৮৮৩ টাকা এবং স্থাবর সম্পত্তি রয়েছে ১ কোটি ৪১ লক্ষ ২৬ হাজার ১১৬ টাকার। কালীঘাট সংলগ্ন এলাকা, ওড়িশা এবং বোলপুর মিলিয়ে ৯টি জায়গা রয়েছে কাজরী বন্দ্যোপাধ্যায়ের নামে। তাঁর স্বামীর সম্পত্তির পরিমাণ ৯৮ লক্ষ ২৪ হাজার টাকা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজরী বন্দ্যোপাধ্যায়
KMC Poll: দেদার খরচ, শহরজুড়ে তৃণমূলের কাটআউট, ফ্লেক্সের দাপট - দেখেও দেখছে না কমিশন - অভিযোগ বামেদের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in