অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নকল লেটারহেড ছাপিয়ে কোটি কোটি টাকা তোলার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে কলকাতার শেক্সপিয়র সরণি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই তৃণমূল নেতার নাম কৌশিক সরকার। অভিযোগ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ভুয়ো লেটারহেড ছাপিয়ে সেটি দেখিয়ে বিভিন্ন জায়গায় সুপারিশ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা তুলতেন কৌশিক।
কৌশিকের বিরুদ্ধে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন উত্তর দিনাজপুরের এক বাসিন্দা। তদন্ত শুরু করে কৌশিক সরকারকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, কৌশিকের বিরুদ্ধে আগেও জমি জবরদখল-সহ একাধিক অভিযোগ উঠেছিল। এই ঘটনায় রাজ্যের শাসকদলের নাম জড়াতেই, দলের তরফে দাবি করা হয়েছে, অভিযুক্ত দলের কোনও পদে ছিলেন না। তবে দলের বিভিন্ন কর্মসূচিতে তাঁকে মাঝেমধ্যে দেখা যেত।
এই প্রসঙ্গে রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বলেন, “ওর (কৌশিক) বিরুদ্ধে একাধিক অভিযোগ আসছিল। তবে ও দলের কোনও পদে ছিল না। কয়েকটি মিটিং-মিছিলে দেখেছি। আজকাল তো যে কেউ ছবি দেখিয়ে দাবি করতে পারে আমি অমুক দল করতাম।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন